Translate

Saturday 20 September 2014

তিলোত্তমা হাতিয়া ইতিহাস ও ঐতিহ্য / নাসির চৌধুরী

হাতিয়া : ইতিহাস ও ঐতিহ্য
==================
এটি একটি ইতিহাস গ্রন্থ। লেখক ড. মোহাম্মদ আমীন। তিনি হাতিয়ার উপজেলা

ম্যাজিস্ট্রেট থাকাকালীন গ্রন্থটি রচনা করেন। এটি হাতিয়ার উপর লেখা প্রথম ও একমাত্র ইতিহাস গ্রন্থ। হাতিয়া বাংলাদেশের অন্যতম একটি দ্বীপ উপজেলা। ঐতিহ্যে ভাস্বর এ উপজেলা নিয়ে অনেকে আগ্রহের অন্ত নেই। গ্রন্থে লেখক হাতিয়ার ইতিহাস ও ঐতিহ্যকে অত্যন্ত গ্রহণযোগ্য তথ্যসহ তুলে ধরেছেন। এটি রচনার জন্য লেখক হাতিয়ার প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণ করেছেন। তথ্য সংগ্রহ করেছেন সর্বমহল থেকে।
গ্রন্থটির জন্য হাতিয়া জনকল্যণ সমিতি, চট্টগ্রাম লেখককে বিশেষ সম্মানে ভূষিত করেন। এ গ্রন্থের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে - এখানে নৃতাত্ত্বিক বিশ্ষেলন, আর্থসামাজিক প্রেক্ষাপট ও ভূপ্রকৃতি সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়েছে। নোয়াখালীর অন্যতম উপজেলা হাতিয়া সম্পর্কে ও হাতিয়ার অন্যতম এলাকা নিঝুম দ্বীপ সম্পর্কে জানতে হলে বইটির কোনও বিকল্প নেই। বাংলাদেশের দ্বীপাঞ্চল ও নিচু এলাকার গবেষণা কর্মে এটি একটি আকর গ্রন্থ হিসেবে বিবেচিত হবে। ইতোমধ্যে বইটি বোদ্ধামহলে ব্যাপক প্রকাশ পেয়েছে।

5 comments:

  1. Salaam. I would like to collect a copy of your book. I am based in Dhaka. The Late Dhonu Mia is my Boro Nana. The Late Amirul Islam Kalam is my Khalu. Awaiting your response. Hope this finds you in good health. Thanks for writing the book. Asrar Chowdhury

    ReplyDelete
  2. স্যার,আপনার লেখা তিলোত্তমা হাতিয়া বইটি কোথায় পাবো,এবং ও বইটি কোন লাইব্রেরীর প্রকাশনী,একটু যদি কষ্ট করে বলেন।আমি অনেক খোজেছি কিন্তু পায়নি এজন্যে

    ReplyDelete
  3. অসাধারণ ইতিহাস

    ReplyDelete
  4. বইটি কিভাবে সংগ্ৰহ করতে পারি

    ReplyDelete