Translate

Sunday 12 February 2017

স্যমন্তক / মোস্তফা আজিজ

                                              স্যমন্তক

স্যমন্তক কি শুধুই উপন্যাস?
না, আগ্রহের বাসর এটি, চিরন্তন অভিলাষ।
কী নেই স্যমন্তকে? 
প্রেম-ইতিহাস-স্মৃতিকথা অনুপম যতো কাব্যগাথা;
শ্রেষ্ঠ হওয়ার কৌশল, মহানুভব অবিকল।
 লাইনে লাইনে বিস্ময়, অনুভূতির মায়া
মানুষের জন্য মানুষ, পরিস্ফুট উদারতা ভালোবসার কায়া।
উঁচু-নিচ সব একাকার এখানে প্রাপ্তি নয়, দেওয়ার স্নিগ্ধতায়
নিপুন কারুকাজ শব্দে, বাক্যে সংলাপ আর অভিধায়।
নায়ক-নায়িকার আচরণ, আনুগত্য-শ্রদ্ধায় নত হয়ে যায় মস্তক
                             আমি মুগ্ধ, আমি অভিভূত। তাই বারবার পড়ি স্যমন্তক।

No comments:

Post a Comment