Translate

Wednesday, 5 April 2017

এপ্রিল ফুল / ড. মোহাম্মদ আমীন


পার্সি ক্যালেন্ডার অনুসারে ইরানে নববর্ষের ১৩তম দিনে উৎসব হয়। এই দিন গ্র্যাগেরিয়ান ক্যালেন্ডারে ১ এপ্রিল ও ২ এপ্রিল সদৃশ্য। ইতিহাসবেত্তাদের মতে, ১৫৬৪ খ্রিষ্টাব্দে ফ্রান্সে নতুন ক্যালেন্ডার চালু করাকে কেন্দ্র করে এপ্রিল ফুল দিবসের সুচনা হয়। ওই ক্যালেন্ডারে ১ এপ্রিলের পরিবর্তে ১ জানুয়ারিকে নতুন বছরের প্রথম দিন হিসেবে গণনার সিদ্ধান্ত নেওয়া হলে কিছু লোক তার বিরোধিতা করে। যারা পুরনো ক্যালেণ্ডার অনুযায়ী ১ এপ্রিলকে নববর্ষের প্রথম দিন ধরে দিন গণনা করে আসছিল, তাদের প্রতি বছর ১ এপ্রিলে বোকা উপাধি দেওয়া হতো।  
ফ্রান্সে পয়সন দ্য আভ্রিল (poisson d'avril) পালিত হয় এবং দিবসটির সঙ্গে এপ্রিল ফুল দিবসের সম্পর্ক রয়েছে মাছের। এপ্রিলের শুরুর দিকে ডিম ফুটে মাছের বাচ্চা বের হয়। এই শিশু মাছগুলোকে সহজে বোকা বানিয়ে ধরা যায়। সেজন্য তারা ১ এপ্রিল পালন করে পয়সন দ্য এভ্রিল অর্থাৎ এপ্রিলের মাছ। সে দিন বাচ্চারা অন্য বাচ্চাদের পিঠে কাগজের মাছ ঝুলিয়ে দেয় তাদের অজান্তে। যখন অন্যরা দেখে তখন বলে ওঠে পয়সন দ্য আভ্রিল বলে চিৎকার করে। কবি চসারের ক্যান্টারবারি টেইলস (১৩৯২) বইয়ের নানস প্রিস্টস টেইল এ এই দিনের কথা খুঁজে পাওয়া যায়।

No comments:

Post a Comment