Translate

Friday 24 April 2015

সর্বজনীন ও সার্বজনীন / ড. মোহাম্মদ আমীন

সর্বজনীনসার্বজনীনউভয় শব্দ শুদ্ধ কিন্তু অর্থ ভিন্ন তাই দুটো শব্দকে অভিন্ন অর্থে ব্যবহার করা সমীচীন নয় অনেকেসর্বজনীনঅর্থেসার্বজনীনলিখে থাকেন শব্দ দুটোর আভিধানিক অর্থ না-জানার জন্য এমন ভুল হয়ে থাকে
সর্বজনীনশব্দের অর্থ, সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত, বারোয়ারি, সকলের জন্য মঙ্গলকর বা কল্যাণকর, সবার হিত বা কল্যাণ বা সকলের মঙ্গলের জন্য কৃত বা সকলের জন্য উদ্দিষ্ট। যেমন : ‘মানবাধিকার সর্বজনীন অধিকার হিসেব স্বীকৃত।
সার্বজনীনশব্দের অর্থসবার মধ্যে প্রবীণ, জ্যেষ্ঠ যেমন: ‘নেলসন মেন্ডেলা দক্ষিণ আফ্রিকার সার্বজনীন নেতা।অবশ্য প্রবীণ অর্থে শ্রেষ্ঠ প্রকাশ করলে তখন অর্থ আরও সম্প্রসারিত হয়। কিন্তু এমন করা সমীচীন নয়। কারণ আমাদের বিকল্প শব্দ রয়েছে 
সার্বজনীন দুর্গাপূজায় আপনাকে স্বাগত এর অর্থ সবার মধ্যে প্রবীন বা সবার মধ্যে জ্যেষ্ঠ দুর্গাপূজায় আপনাকে স্বাগত। কথাটির যৌক্তিকতা কতটুকু তা পরের বিষয়। তবে এখানেসার্বজনীনবলার চেয়ে সর্বজনীন বলাটা উত্তম - একথা স্বীকার করতে হয়। সুতরাংসবার হিতের জন্যঅর্থেসকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠবলা বিধেয় নয়। অনেকে মনে করেনসার্বজনীনশব্দটি ভুল কিন্তু এটি ভুল নয়। তবেসর্বজনীনঅর্থে সার্বজনীনশব্দের ব্যবহার করা ভুল

No comments:

Post a Comment