Translate

Tuesday, 23 September 2014

জল দুনিয়ার মানুষ / মাহবুব হোসেন

জল দুনিয়ার মানুষ

এটি একটি উপন্যাস। বাস্তবতা ও কর্মস্থলে অর্জিত অভিজ্ঞতার আলোকে রচিত এ উপন্যাসটি বাংলা সাহিত্যে উপন্যাসের ভাণ্ডারে একটি অনন্য সংযোজন। খুলনা বিভাগের
ভবদহ নামটি জলাবদ্ধতার কারণে সারা দেশে, এমনকি বিদেশেও আলোচনা ও নিষ্ঠুর প্রাকৃতিক প্রতিশোধের এক করুণ স্মৃতি। যশোর ও খুলনা জেলার চারটি উপজেলার মানুষের অভিশাপ ভবদহ, ভবদহ স্লুইস গেইট। অভয়নগর উপজেলার ভবদহ এলাকায় নির্মিত স্বপ্নের স্লুইস গেইট কীভাবে মানুষের দুঃসহ যাতনার কারণ হয়ে উঠেছে তার সকরুণ বিবরণ উপন্যাসটির মূল আলেখ্য। এখানকার মানুষ আগে কেমন ছিল এখন কেমন তাদের জীবনযাত্রা, কীভাবে তারা সারাবছর জলের উপর বাস করছে তার বিবরণ পড়লে পাঠকমাত্রই ভয়ে শিউরে উঠবেন।
ভবদহে আসলে মাটি নেই। তাহলে মানুষ কীভাবে বাস করে? কীভাবে জলে কোনরূপ জলযান ছাড়া মানুষ বাস করছে তা এ উপন্যাসে লেখক তুলে ধরেছেন। এ এক নৃশংস অভিজ্ঞতা। প্রকৃতিবিরুদ্ধ কাজ করলে প্রকৃতি কীভাবে তার প্রতিশোধ নেয় - তার জীবন্ত চিত্র ড. মোহাম্মদ আমীনের জল দুনিয়ার মানুষ।
অনন্যা থেকে প্রকাশিত উপন্যাসটির মূল্য একশত ষাট টাকা।

জেলা উপজেলা ও নদনদীর নামকরণের ইতিহাস / এস এম আবীর চৌধুরী মীম

জেলা, উপজেলা ও নদনদীর নামকরণের ইতিহাস

ড. মোহাম্মদ আমীনের লেখা একটি গবেষণামূলক ইতিহাস। এ গ্রন্থে বাংলাদেশের প্রত্যেকটি জেলা ও উপজেলার সংক্ষিপ্ত ইতিহাসের সঙ্গে নামকরণের প্রচলিত প্রবাদগুলোর বিবরণ দেওয়া হয়েছে। অধিকন্ত বাংলাদেশের বেশ কিছু নদনদীর পরিচিতি ও তাদের নামকরণের ইতিহাস সংক্ষেপে বিধৃত করা হয়েছে।

ইতিহাস ঐতিহ্যের স্মারক ,কৃষ্টির ধারক। স্মারক ও ধারকের মাধ্যমে জনগোষ্ঠীর বিকাশ, রাজনীতিক প্রত্যয়, সাংস্কৃতিক কৃতিত্ব ,ধর্মীয় অনুভব, আর্থিক উন্নতি ও স্বকীয় মাধুর্যের প্রকাশ ঘটে। মানুষের যেমন পোশাক জাতির তেমনি ইতিহাস। পোশাকের জন্য বিশ্ব বিখ্যাত জ্ঞানতাপস শেখ সাদীকে কেমন বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছিল তা সবার জানা। পোশাকের মতো ইতিহাস জাতিকে মাধুর্যময় মহিমায় উপস্থাপনায় সাজিয়ে আত্নবোধে উদ্বুদ্ধ করে । তাই বলা হয় পোশাকই মানুষকে স্বকীয় বোধে উপস্থাপন করে । কোন জাতি বা জনগোষ্ঠী অতীতে কেমন ছিল তা সংশ্লিষ্ট জাতিগোষ্ঠীর ইতিহাস পড়ে জানা যায়। অতএব ইতিহাসে যে জাতি যত সমৃদ্ধ সে জাতির প্রতি বিশ্বের সম্মান ও শ্রদ্ধা তত বেশি হয়। যে জাতি যত ইতিহাস সচেতন সে জাতি তত আত্নমর্যাদাশীল; যে জনগোষ্ঠী যত আত্নমর্যাদাশীল সে জনগোষ্ঠী তত স্বনির্ভর ও স্বাধিকার চেতন। স্থানিক নাম ইতিহাস আর ঐতিহ্যের অণ্যতম একটি উৎস। অধিকন্তু এ নাম প্রাচীন জনবসতির আর্থ-সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ , ইতিহাস, রাজনীতি , মতায়ন, আচার-আচরণ এবং প্রাকৃতিক পরিবেশের গ্রহণযোগ্য সাক্ষ্য হিসেবে প্রতিভাত। তাই স্থানিক নামকে অবহেলা করার কোন অবকাশ নেই। স্থানের নাম জনবসতির সামগ্রিক চরিত্রের সাথে জড়িত বলে এটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের নির্ভরযোগ্য সূত্র।
গ্রন্থটি সম্পর্কে একটি ধারণা পাওয়ার জন্য নিচে সূচিপত্র দেওয়া হল :

সূচিপত্র
প্রথম ভাগ
* প্রথম অধ্যায়: বিভাগওয়ারি জেলা-উপজেলা
* দ্বিতীয় অধ্যায়: ঢাকা বিভাগ
* তৃতীয় অধ্যায়: চট্রগ্রাম বিভাগ
* চতুর্থ অধ্যয়: রাজশাহী বিভাগ
* পঞ্চম অধ্যায়: খুলনা বিভাগ
* ষষ্ঠ অধ্যায়: বরিশাল বিভাগ
* সপ্তম অধ্যায়: সিলেট বিভাগ
* অষ্টম অধ্যায়: রংপুর বিভাগ
* নবম অধ্যায়: নদনদী
দ্বিতীয় ভাগ
* প্রথম অধ্যায়: জেলাসমূহের নামকরণ বিশ্লেষণ
* দ্বিতীয় অধ্যায়: নামকরণ বিচিত্রা
* তৃতীয় অধ্যায়: উপজেলার নামে অক্ষর বিন্যাস
* চতুর্থ অধ্যায় : বাংলা অক্ষরের ক্রমানুসারে উপজেলার নাম
* পঞ্চম অধ্যায়: পুর, গঞ্জ এবং নগর
* গ্রন্থপঞ্জি
 প্রকাশক : গতিধারা
প্রথম প্রকাশ : ২০১২

বদল বাড়ির ভূত / ড. মোহাম্মদ আমীন

বদল বাড়ির ভূত

পাঁচটি ক্ষুদ্র রূপকথার গল্প। তবে শুধু রূপকথা নয়, কুসংস্কার, ধর্মীয়
গোঁড়ামি, হিংষা-বিদ্বেষ, লোভ-লালসা ইত্যাদি হতে দূরে থাকার প্রেরণা। শুধু শিশু-কিশোর নয়, বয়স্কদেরও উপযোগী। গল্পগুলো যেমন রোমাঞ্চকর, তেমনি উপদেশমূলক।  প্রগতির আহবান, আধুনিকতার আভাস, সম্পূর্ণ ভিন্ন  আঙ্গিকে রচিত। শিশু কিশোরদের মননশীলতা বিকাশে গ্রন্থটি অনুঘটকের ভূমিকা রাখবে।
========================================
প্রকাশক : আগামী প্রকাশনী, ফ্রেবুয়ারি ২০১০ খ্রিস্টাব্দ, মূল্য : ৭৫.০০ টাকা মাত্র।

Saturday, 20 September 2014

বার কাউন্সিলের গণবিজ্ঞপ্তি ও বাংলা বানান / ড. মোহাম্মদ আমীন


  বার কাউন্সিলের গণবিজ্ঞপ্তি ও বাংলা বানান




উপরের গণবিজ্ঞপ্তির ছবিটি দেখুন। এখানে বাংলাদেশ বার কাউন্সিলের ঠিকানাস্মরণী’ লেখা হয়েছে। ‘স্মরণ’ শব্দের অর্থ স্মৃতি এবং ‘স্মরণিক/ স্মরণিকা’ শব্দের অর্থ স্মৃতিরক্ষাকারী। অন্যদিকে ‘সরণি/সরণী’ শব্দের অর্থ ‘পথ/রাস্তা’। তাই যে অর্থে ব্যবহার করা হোক না কেন,‘স্মরণী’ শব্দটি ভুল। এখানে মূলত ‘পথ/রাস্তা’ অর্থে ‘স্মরণী’ শব্দ লেখা হয়েছে। যা শুধু ভুল নয়, হাস্যকরও বটে। ‘রাস্তা বা পথ’ অর্থে যে শব্দ ব্যবহার করা হয় সেটি হচ্ছে ‘সরণি’ অবশ্য সরণীও প্রচলিত। যেমন : ক্যাপ্টেন মনসুর আলী সরণি। ‘সরণী’ লিখলেও প্রচলিত ভুল হিসেবে কিছুটা মেনে নেওয়া যেত কিন্তু ‘স্মরণী’ কীভাবে লেখা হয়েছে তা বোধগম্য নয়। 
‘গণবিজ্ঞপ্তি’ বানানটাই ভুল। হবে ‘গণবিজ্ঞপ্তি’, লেখা হয়েছে ‘গণ বিজ্ঞপ্তি’। এবার গণবিজ্ঞপ্তির নিচে লেখা মূল বিষয়বস্তু দেখা যায় : দ্বিতীয় লাইনে ‘এতদ্বারা’ ভুল; শুদ্ধ হবে ‘এতদ্দ্বারা(এতদ্‌ + দ্বারা)। বেসরকারী>বেসরকারি, বিশ্ববিদ্যালয় সমূহের> বিশ্ববিদ্যালয়সমূহের, সিদ্ধান্তর> সিদ্ধান্তের, খ্রিষ্টাব্দে> খ্রিস্টাব্দে, ডিগ্রী>ডিগ্রি, অত্র>এই(কারণ অত্র শব্দের অর্থ এই স্থানে), বরাবর>বরাবরে, সঠিকভাবে>ঠিকভাবে, উল্লেখপূর্বক>লিখে, এতদসঙ্গে>এতৎসঙ্গে; প্রতি সেমিস্টারে > প্রতিসেমিস্টারে, প্রতি বৎসরে, প্রতিবৎসরে, (কারণ ‘প্রতি’ শব্দ দিয়ে ব্যাপ্তি বোঝালে এর পূর্ববর্তী বা পরবর্তী শব্দ পৃথক বসে না)।

এরপরও ভুল আছে :ডিগ্রী>ডিগ্রি, ইউজিসি-এর> ইউজিসির, অনুমোদন পত্র>অনুমোদনপত্র, তালিকার সহিত অবশ্যই সংযুক্ত>তালিকার সহিত অবশ্যই যুক্ত (কারণ সহিত দিলে ‘যুক্ত’ শব্দের সঙ্গে পুনরায় ‘সং’ লাগানো সমীচীন নয়)। যে সকল>যেই সকল (কারণ বিজ্ঞপ্তিটি সাধু ভাষায় লিখিত), বেসরকারী> বেসরকারি, ইউজিসি অনুমোদনসহ>ইউজিসির অনুমোদনসহ, ডিগ্রী>ডিগ্রি,

এডভোকেটশীপ>এডভোকেটশিপ, রেজিষ্ট্রশন>রেজিস্ট্রেশন, তারিখঃ ২৭ মে, ২০১৪ খ্রিঃ> তারিখ : ২৭ মে, ২০১৪ খ্রি.।
 প্রথম বাক্যে ‘জানানো যাইতেছে’ ও ‘বলা হইল’ বাগ্‌ভঙ্গি দুটি বাক্যের গঠন ও অর্থকে সংশয়াবৃত করে দিয়েছে।

রাষ্ট্রভাষা আন্দোলনের কথা / আজিম উদ্দিন সৈকত

রাষ্ট্রভাষা আন্দোলনের কথা

রাষ্ট্রভাষা আন্দোলনের কথা’ ড. মোহাম্মদ আমীনের আর একটি অসাধারণ গ্রন্থ। অবশ্য
তার প্রত্যেকটি গ্রন্থের একটি স্বকীয় বৈশিষ্ট্য রয়েছে। তা হচ্ছে অন্যকে শেখানোর সঙ্গে সঙ্গে আনন্দ দানের নিপুণ কৌশল। আলোচ্য গ্রন্থে রাষ্ট্রভাষা আন্দোলনের সূচনাপট থেকে পরিণতি পর্যন্ত সংঘটিত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ঘটনা সংক্ষেপে তুলে ধরা হয়েছে। আমি মনে করি, গ্রন্থটি প্রতিযোগিতামূলক যে কোনও পরীক্ষায় অংশগ্রহণকারীদের সংগ্রহে থাক উচিত। রাষ্ট্রভাষা আন্দোলনের সকল গুরুত্বপূর্ণ বিষয়কে এত সংক্ষেপে আর কোনও গ্রন্থে পাওয়া যাবে বলে মনে হয় না। জাগৃতি প্রকাশনী থেকে ২০০৩ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত গ্রন্থটির মূল্য ৬৫.০০ টাকা।

সহজ বাংলা উচ্চারণ : একটি অনবদ্য গ্রন্থ / ড. বুলবুল আহমেদ

সহজ বাংলা উচ্চারণ

সহজ বাংলা উচ্চারণ একটি বাংলা বানান ও উচ্চারণ বিষয়ক গবেষণা গ্রন্থ।

বানানসহ বাংলা উচ্চারণ শেখার একটি আদর্শ গ্রন্থ। শিরোনামে উচ্চারণের কথা উল্লেখ থাকলেও এটি বানানকেও যথাগুরত্বে স্থান দিয়েছে। কারণ বানান হচ্ছে উচ্চারণের প্রতিভূ। বানান ঠিক না- হলে উচ্চারণ ঠিক হয় না। লেখক এ গ্রন্থে উচ্চারণের সঙ্গে বানান ও যুক্তাক্ষরের জটিল সম্পর্কটি চিহ্নিত করে সহজে উপায়ে বানান ও উচ্চারণ শেখার কৌশল দিয়েছেন। শিশু ও কিশোরদের উপযোগী করে লেখা গ্রন্থটি ইতোমধ্যে পাঠক সমাজে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বইটি বাংলা বানান ও উচ্চারণ শেখার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে প্রতিষ্ঠিত। সার্বিক বিবেচনায় আমি মনে করি, সহজ বাংলা উচ্চারণ বাংলা বানান ও উচ্চারণ শেখার একটি অনবদ্য গ্রন্থ।  বাংলাভাষী পাঠকদের বইটি হাতের কাছে রাখা উচিত। আগামী প্রকাশনী বইটি প্রকাশ করেছে। ২০০৬ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত গ্রন্থটির মূল্য  : ৯০ টাকা।

ড. মোহাম্মদ আমীনের আন্তর্জাতিক দিবস

ড. মোহাম্মদ আমীনের আন্তর্জাতিক দিবস

একাধিক দেশে যে দিবসগুলো পালন করা হয় সেগুলো আন্তর্জাতিক দিবস বা বিশ্ব দিবস।

পৃথিবীর বিভিন্ন দেশে অভিন্ন উদ্দেশ্যে অনেকগুলো দিবস পালন করা হয়। প্রতিটি দিবসের ব্যুৎপত্তি, কারণ ও উদ্দেশ্য রয়েছে। প্রতিটি দিবস প্রত্যেকের কাছে কিংবা প্রত্যেক দেশে সমান মর্যাদায় পালিত না-হলেও প্রেক্ষাপট বিবেচনায় ব্যক্তি, জাতি বা গোষ্ঠী নির্বিশেষে প্রতিটি দিবসের গুরুত্ব রয়েছে। বিশ্বে ২০১৩ খ্রিস্টাব্দ পর্যন্ত যে সকল আন্তর্জাতিক দিবস বা বিশ্ব দিবস পালনের রেওয়াজ প্রচলিত হয়েছে সেগুলোর অধিকাংশের সংক্ষিপ্ত বিবরণ গ্রন্থটিতে চার-রঙের চিত্রসহ তথ্যবহুল ভাষায় সংক্ষেপে তুলে ধরা হয়েছে। তৎসঙ্গে দিবসের উৎপত্তিগত ইতিহাস, বিকাশ, উদ্দেশ্য এবং প্রাসঙ্গিক বিষয়াবলীর ব্যাখ্যও রয়েছে যথাবিবেচনায়। বাংলা ভাষায় লেখা আন্তর্জাতিক দিবসের উপর এটাই প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ। হাওলাদার প্রকাশনী হতে ২০১৪ খ্রিস্টাব্দে প্রকাশিত এ গ্রন্থটির মূল্য ৫৫০ টাকা। বাংলা বাজার, আজিজ সুপার মার্কেটসহ যে কোনও অভিজাত বইস্টলে এটি পাওয়া যাবে।