‘গণবিজ্ঞপ্তি’ বানানটাই ভুল। হবে ‘গণবিজ্ঞপ্তি’, লেখা হয়েছে ‘গণ বিজ্ঞপ্তি’। এবার গণবিজ্ঞপ্তির নিচে লেখা মূল বিষয়বস্তু দেখা যায় : দ্বিতীয় লাইনে ‘এতদ্বারা’ ভুল; শুদ্ধ হবে ‘এতদ্দ্বারা(এতদ্ + দ্বারা)। বেসরকারী>বেসরকারি, বিশ্ববিদ্যালয় সমূহের> বিশ্ববিদ্যালয়সমূহের, সিদ্ধান্তর> সিদ্ধান্তের, খ্রিষ্টাব্দে> খ্রিস্টাব্দে, ডিগ্রী>ডিগ্রি, অত্র>এই(কারণ অত্র শব্দের অর্থ এই স্থানে), বরাবর>বরাবরে, সঠিকভাবে>ঠিকভাবে, উল্লেখপূর্বক>লিখে, এতদসঙ্গে>এতৎসঙ্গে; প্রতি সেমিস্টারে > প্রতিসেমিস্টারে, প্রতি বৎসরে, প্রতিবৎসরে, (কারণ ‘প্রতি’ শব্দ দিয়ে ব্যাপ্তি বোঝালে এর পূর্ববর্তী বা পরবর্তী শব্দ পৃথক বসে না)।