Translate

Saturday 20 September 2014

ড. মোহাম্মদ আমীনের আন্তর্জাতিক দিবস

ড. মোহাম্মদ আমীনের আন্তর্জাতিক দিবস

একাধিক দেশে যে দিবসগুলো পালন করা হয় সেগুলো আন্তর্জাতিক দিবস বা বিশ্ব দিবস।

পৃথিবীর বিভিন্ন দেশে অভিন্ন উদ্দেশ্যে অনেকগুলো দিবস পালন করা হয়। প্রতিটি দিবসের ব্যুৎপত্তি, কারণ ও উদ্দেশ্য রয়েছে। প্রতিটি দিবস প্রত্যেকের কাছে কিংবা প্রত্যেক দেশে সমান মর্যাদায় পালিত না-হলেও প্রেক্ষাপট বিবেচনায় ব্যক্তি, জাতি বা গোষ্ঠী নির্বিশেষে প্রতিটি দিবসের গুরুত্ব রয়েছে। বিশ্বে ২০১৩ খ্রিস্টাব্দ পর্যন্ত যে সকল আন্তর্জাতিক দিবস বা বিশ্ব দিবস পালনের রেওয়াজ প্রচলিত হয়েছে সেগুলোর অধিকাংশের সংক্ষিপ্ত বিবরণ গ্রন্থটিতে চার-রঙের চিত্রসহ তথ্যবহুল ভাষায় সংক্ষেপে তুলে ধরা হয়েছে। তৎসঙ্গে দিবসের উৎপত্তিগত ইতিহাস, বিকাশ, উদ্দেশ্য এবং প্রাসঙ্গিক বিষয়াবলীর ব্যাখ্যও রয়েছে যথাবিবেচনায়। বাংলা ভাষায় লেখা আন্তর্জাতিক দিবসের উপর এটাই প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ। হাওলাদার প্রকাশনী হতে ২০১৪ খ্রিস্টাব্দে প্রকাশিত এ গ্রন্থটির মূল্য ৫৫০ টাকা। বাংলা বাজার, আজিজ সুপার মার্কেটসহ যে কোনও অভিজাত বইস্টলে এটি পাওয়া যাবে।

No comments:

Post a Comment