Translate

Saturday 20 September 2014

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আইনের প্রথম বঙ্গানুবাদ ও ড. মোহাম্মদ আমীন / মোয়াজ্জেম হোসেন আকন্দ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আইন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আইনের প্রথম গ্রন্থের লেখক কে? উত্তর হচ্ছে ড. মোহাম্মদ আমীন। গ্রন্থটিতে বঙ্গানুবাদ ও শেষ সংশোধনসহ মোট ১১টি আইন রয়েছে।

১৯০০ খ্রিস্টাব্দের হিল ট্র্যাক্ট রেগুলেশন ও ভূমি বিধি
অনুযায়ী পাবর্ত্য চট্টগ্রামের সার্বিক শাসন কার্যক্রম পরিচালনা করা হত। এখনও ভূমি আইনসহ অনেক বিষয় এ রেগুলেশন অনুযায়ী নির্বাহ করা হয়। দেশের এক দশমাংশ এলাকায় প্রযোজ্য এ আইনটির কোন গ্রন্থরূপ ছিল না। টাইপ মেশিনে লেখা খণ্ড খণ্ড অধ্যায় দিয়ে জোড়াতালি দিয়ে কার্যক্রম পরিচালনা করা হত। ড. মোহাম্মদ আমীন প্রথম সব আইন ও বিধি একত্রিত করে আইনসমূহ বঙ্গানুবাদ করেন। পার্বত্য চট্টগ্রামের আইনসমূহ নিয়ে বাংলা গ্রন্থিত এটি প্রথম গ্রন্থ।
গ্রন্থটি প্রকাশ করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। প্রথম প্রকাশ ২০০৪ এবং মূল্য ৩৫০ টাকা। প্রকাশকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন থোয়াইংচ প্রু মাস্টার ও জেলাপ্রশাসক ছিলেন  জনাব মো. মহসীন আলী বীর প্রতীক। 

1 comment:

  1. ভাই বই কোথায় পাওয়া যাবে

    ReplyDelete