Translate

Sunday 28 September 2014

নেতৃবর্গ, কেন নেতাবর্গ নয় / ড. মোহা্ম্মদ আমীন


তৃচ প্রত্যয়ান্ত শব্দ একবচনে তা রূপলাভ করে। যেমন : কর্মকর্তা, শ্রোতা, নেতা, দাতা প্রভৃতি। তবে বহুবচনে ‘তৃ’ রূপ বহাল থাকবে। তাই কর্মকর্তৃবৃন্দ, পিতৃগণ, মাতৃকুল, শ্রোতৃবর্গ, দাতৃগণ ইত্যাদি বানান এ রকম। আরও দুটি বানান দেখুন : যোদ্ধৃগণ, উপদেষ্টৃবৃন্দ।

No comments:

Post a Comment