Translate

Saturday, 20 September 2014

বাংলা বানানে ভুল কারণ ও প্রতিকার / বুলবুল আহমেদ

বাংলা বানানে ভুল কারণ ও প্রতিকার

বাংলা আমাদের মাতৃভাষা। তবু অনেকে বাংলা লেখায় প্রচুর ভুল করে। এ ভুলের কারণ
প্রকাশক : আগামী প্রকাশনী
কী এবং কীভাবে এ ভুল থেকে সহজে রক্ষা পাওয়া যায় - এটিই গ্রন্থটির মূল আলেখ্য। এ ছাড়া এখানে বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কীরকম ভুল হয় তার কয়েকটি উদাহরণও তুলে ধরা হয়েছে। বাংলা বানান ও ভাষা সম্পর্কে শুদ্ধতা অর্জন করতে হলে বইটি সংগ্রহ করা প্রয়োজন।

No comments:

Post a Comment