Translate

Saturday 20 September 2014

বৈচিত্র্যময় তথ্যে সচিত্র নোবেল প্রাইজ / এস এম আবীর চৌধুরী

বৈচিত্র্যময় তথ্যে সচিত্র নোবেল প্রাইজ

   সাহিত্য, শান্তি, পদার্থ বিদ্যা, রসায়ন বিজ্ঞান ও অর্থশাস্ত্র - এ পাঁচ বিষয়ে শ্রেষ্ঠ অবদানের জন্য প্রতিবছর
বিশ্বের বিভিন্ন ব্যক্তিকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। নোবেল পুরস্কার লাভের পর একজন অখ্যাত ব্যক্তিও বিশ্ববরেণ্য হয়ে ওঠেন। সংগতকারণে নোবেল পুরস্কার, পুরস্কার প্রদানকারী সংস্থা, পুরস্কার বিজয়ী এবং এতৎসম্পর্কিত বিষয়ে মানুষের আগ্রহের শেষ নেই। এ গ্রন্থে নোবেল পুরস্কার প্রণেতা, নামকরণ, পুরস্কারের অর্থের উৎস, প্রদানকারী সংস্থা, পুরস্কার প্রদানের জন্য ব্যক্তি/ সংগঠনের নির্বাচন পদ্ধতি, পুরস্কার প্রদানের পদ্ধতি, জটিলতা, পুরস্কার প্রদান নিয়ে আলোচনা, সমালোচনা, বিতর্ক, নোবেল পুরস্কার জয়ের শর্ত, বিজেতাগণের অভিমত, বিজেতাগণের ব্যক্তিগত ও সমাজিক জীবনের কিছু ব্যতিক্রমী ঘটনা, কোন নোবেল পুরস্কার বিজয়ী আত্মহত্যা করেছেন, কে নোবেল পুরস্কার প্রত্যাখ্যন করেছেন, কে তা প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছেন, কোন নোবেল বিজেতা ফৌজাদারি অপরাধে অভিযুক্ত হয়েছেন, সর্বকনিষ্ঠ ও সর্বজ্যেষ্ঠ নোবেল পুরস্কার বিজয়ী, কোন পরিবারের কতজন সদস্য নোবেল পুরস্কার পেয়েছেন, নোবেল পুরস্কারের সঙ্গ ধর্মের সম্পর্ক প্রভৃতি বিচিত্র তথ্য চিত্রসহ উপস্থাপন করা হয়েছে। গ্রন্থটি নোবেল পুরস্কার নিয়ে আগ্রহীদের কৌতুহল মেটাতে সক্ষম হবে। সর্বোপরি নোবেল পুরস্কার সম্পর্কে এ গ্রন্থে বিধৃত তথ্য পাঠকের মনে নোবেল পুরস্কার সম্পর্কে নতুন ধারণারও সৃষ্টি করবে।
আগামী প্রকাশনী থেকে ২০১১ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত গ্রন্থর মূল্য  ২০০.০০ টাকা।

No comments:

Post a Comment