Translate

Friday 19 September 2014

অভয়নগরের ইতিহাস / ড. আলী যোবায়ের

অভয়নগরের ইতিহাস
===========
নাম দেখে বুঝা যায় এটি একটি ইতিহাস গ্রন্থ। যশোর জেলার একটি অন্যতম উপজেলা অভয়নগর। অভয়নগরকে বলা হয় বাংলাদেশের
সিঙ্গাযর।  লেখক প্রায় তিন বছর ঐ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সে সময় তিনি এ ইতিহাস গ্রন্থটি রচনা করেন। গ্রন্থটিতে অভয়নগরের ভূপ্রকৃতির গঠন, মনুষ্যনিবাসের সূচনা এবং বর্তমান সময়ের বিভিন্ন ঘটনা আর্থসামাজিক ব্যবস্থারর বিবরণসহ বিধৃত।
শুধু অভয়নগর নয়, প্রসঙ্গক্রমে পুরো জেলা ও বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়ও গ্রন্থটিতে তথ্যসহ উপস্থাপন করা হয়েছে। লেখক উপজেলা নির্বাহী অফিসার থাকায়  ইতিহাস চয়নে প্রয়োজনীয় তথ্য সহজে ও উপযুক্ত ব্যক্তিবর্গের নিকট থেকে সংগ্রহ করা সহজ হয়েছে। ফলেও গ্রন্থটিও হয়েছে গ্রহণযোগ্য। খুলনা অঞ্চল নিয়ে যারা গবেষণা করছেন বা করবেন তাঁদের জন্য এটি একটি আকর গ্রন্থ হতে পারে।

No comments:

Post a Comment