Translate

Saturday, 20 September 2014

সহজ বাংলা উচ্চারণ : একটি অনবদ্য গ্রন্থ / ড. বুলবুল আহমেদ

সহজ বাংলা উচ্চারণ

সহজ বাংলা উচ্চারণ একটি বাংলা বানান ও উচ্চারণ বিষয়ক গবেষণা গ্রন্থ।

বানানসহ বাংলা উচ্চারণ শেখার একটি আদর্শ গ্রন্থ। শিরোনামে উচ্চারণের কথা উল্লেখ থাকলেও এটি বানানকেও যথাগুরত্বে স্থান দিয়েছে। কারণ বানান হচ্ছে উচ্চারণের প্রতিভূ। বানান ঠিক না- হলে উচ্চারণ ঠিক হয় না। লেখক এ গ্রন্থে উচ্চারণের সঙ্গে বানান ও যুক্তাক্ষরের জটিল সম্পর্কটি চিহ্নিত করে সহজে উপায়ে বানান ও উচ্চারণ শেখার কৌশল দিয়েছেন। শিশু ও কিশোরদের উপযোগী করে লেখা গ্রন্থটি ইতোমধ্যে পাঠক সমাজে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বইটি বাংলা বানান ও উচ্চারণ শেখার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে প্রতিষ্ঠিত। সার্বিক বিবেচনায় আমি মনে করি, সহজ বাংলা উচ্চারণ বাংলা বানান ও উচ্চারণ শেখার একটি অনবদ্য গ্রন্থ।  বাংলাভাষী পাঠকদের বইটি হাতের কাছে রাখা উচিত। আগামী প্রকাশনী বইটি প্রকাশ করেছে। ২০০৬ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত গ্রন্থটির মূল্য  : ৯০ টাকা।

No comments:

Post a Comment