স্বপ্ন জড়ানো পাহাড়
বাংলাদেশের পার্বত্য এলাকা সবুজের শ্যামল দ্যোতনার অনাবিল মাধুর্য। নিপাট প্রেমের
অকপট প্রকাশ। এ এক অন্য জগত - ঢেউ খেলানো প্রকৃতির অনিন্দ্য সম্ভারে বিভবেরর ভাণ্ডার,ঐশ্বর্যের মাধুরী এবং সবুজ ঘেরা ধবল জ্যোস্নায় শিশির-বৃষ্টির কান্নার উর্বর বারতা। চারিদিকে নজরকাড়া রূপ, মনোলোভা সম্পদ। তারপরও শান্তি নেই। কিন্তু কেন? লেখক অনুপম ভাষ্যে এ বিষয়সহ পার্বত্য জীবনযাত্রার ছবি তুলে ধরেছেন বাস্তবতার আলেখ্যে। প্রাকৃতিক সৌন্দর্যের মতো অনির্বাণ সুষমতায় পার্বত্য এলাকার জনজীবনকেও সুন্দরে ভরিয়ে তোলা যায়। কিন্তু কীভাবে? মূলত এটাই এ উপন্যাসের আলেখ্য। পার্বত্য এলাকা নিয়ে সমতল মানুষের মনে অনেক ভীতি, অনেক অজ্ঞতা, অনেক রহস্য। এসব কি আদৌ সত্য? নাকি অতিরঞ্জিত! কেন মানুষ এখানে অশান্তির হাতছানি খুঁজে পায় এবং কীভাবে এর থেকে মুক্ত হওয়া যায় - তা এ উপন্যাস পড়তে সহজে অনুধাবন করা যাবে। পার্বত্য এলাকা সুন্দরের প্রতীক, উদারতায় অনুপম, ও প্রাকৃতিক নৈবদ্যে ভরপুর সম্প্রীতির এক অপুর্ব কোড়ক। এমন নিলয় মাধুর্যকে শান্তির সঙ্গে উপভোগ করতে হলে আমাদেরও হতে হবে পাহাড়ের মতো সুন্দর, নির্মল, উদার আর সম্প্রীতিময় মনোভাবের অধিকারী।
No comments:
Post a Comment