একসময় ঢাকা ছিল নদীর শহর। লতার মতো ইতঃস্তত ছড়িয়ে ছিল অসংখ্য নদী আর খাল। ভেনিসের মতো সৌন্দর্যে ঢাকা ছিল অপরূপ। এখন ঢাকায় কোনো নদী নেই। সব নদী-নালা মানুষের দেওয়া মাটির নিচে চাপা পড়ে গেছে। সপ্তদশ শতকে ঢাকায় বর্তমান পাগলাপুল নামক স্থান দিয়ে পাগলা নামের একটি নদী প্রবাহিত ছিল। নদীটি পাগলের মতো যখন যেদিকে ইচ্ছে সেদিক দিয়ে প্রবাহিত হতো বলে নাম ছিল পাগলা নদী। বঙ্গদেশে মুঘল সম্রাট আওরঙ্গজেবের প্রতিনিধি সুবাদার মীর জুমলা (১৫৯১ খ্রি:-১৬৬৩ খ্রি:) যাতায়াতের সুবিধার্থে পাগলা নদীর উপর একটি সুন্দর পুল তৈরি করেন। প্রতিদিন অনেক লোক পুলটি দেখতে আসতেন। পাগলানদীর উপর পুল নির্মাণ করা হয়েছিল। তাই পুলটিকে বলা হতো পাগলাপুল। এভাবে পাগলাপুল হতে পুরো এলাকাটির নাম হয়ে যায় পাগলাপুল।
Friday, 22 April 2016
পাগলাপুল / ড. মোহাম্মদ আমীন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment