নবাব আহসানউল্লাহর মেয়ে পরীবানুর নামানুসারে এলাকাটির নাম হয় পরীবাগ। বাগ শব্দের অর্থ বাগান, স্থান বা এলাকা। সুতরাং পরীবাগ মানে পরীর বাগ বা পরীর বাগান বা পরীর এলাকা। তৎকালে ঢাকা ছিল বাগানে বাগানোে ভরপুর অতি মনোহর একটি শহর। অনেকের মতে আলোচ্য এলাকায় একটি বিশাল বাগান ছিল। নবাব আহসানউল্লাহর মেয়ে পরীবানুর নামানুসারে বাগানটির নাম রাখা হয় পরীরবাগ। পরীবাগ নামের বাগান থেকে এলাকাটি পরীবাগ নাম ধারণ করে।
No comments:
Post a Comment