Translate

Friday 22 April 2016

সূত্রাপুর নামের ইতিহাস / ড. মোহাম্মদ আমীন

 সূত্রাপুর ঢাকার একটি বিখ্যাত এলাকা। সূত্র ও পুর হতে সূত্রাপুর এলাকার নাম। যারা কাঠের কাজ যারা করতেন তাদের বলা হতো সূত্রধর। ‘পুর’ মানে এলাকা বা স্থান। সুতরাং সূত্রাপুর অর্থে কাঠের কাজে নিয়োজিত লোকদের এলাকা। এ এলাকায় এককালে অনেক সূত্রধর পরিবার বসবাস করতেন। তাই এলাকাটি কাঠের কাজের জন্য বিখ্যাত হয়ে ওঠে। এজন্য এলাকাটির নাম হয় সূত্রাপুর।

No comments:

Post a Comment