Translate

Friday, 22 April 2016

কাকরাইল নামের ইতিহাস / ড. মোহাম্মদ আমীন


ঊনিশ শতকের শেষ দশকে  ককরোল নামের এক ইংরেজ ঢাকা জেলার কমিশনার হিসাবে নিয়োজিত ছিলেন। ইংরেজ আমলে কমিশনার পদটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনার ছিলেন পুরো প্রশাসনিক বিভাগের প্রভাবশালী কয়েকজন ব্যক্তির অন্যতম। এলাকাবাসী ও জেলাপ্রশাসকসহ অন্যান্য অধস্তন কর্মকর্তৃবৃন্দ কমিশনারকে খুশি করে তার অনুগ্রহ লাভের জন্য রাস্তাসহ বিভিন্ন স্থান ও প্রতিষ্ঠানের নামকরণ করতেন। বর্তমানে যেমনটি দেখা যায় প্রধানমন্ত্রী বা ক্ষমতাশীল কোনো মন্ত্রীর ক্ষেত্রে। আলোচ্য এলাকায় কমিশনার মিস্টার ককরোল-এর নামানুসারে ‘ককরোল রোড’ নামের একটি রাস্তা করা হয়েছিল।   সেই ককরোল রোড থেকে কালক্রমে এলাকাটির নাম হয়ে যায় কাকরাইল

No comments:

Post a Comment