‘টিকা’ ও ‘টুলি’ হতে টিকাটুলি নামের উদ্ভব। টিকা হচ্ছে কয়লা দিয়ে তৈরি একপ্রকার জ্বালানি। এর আকার ছিল বাতাসার মতো চ্যাপ্টা ও গোলাকার। এটি আগুনে জ্বালিয়ে হুকোর কল্কেতে রাখা তামাকে বসিয়ে হুকা টানা হতো। এবার ‘টুলি’ অর্থ কী তা দেখা যাক। ‘টুল’ হতে টুলি শব্দের উদ্ভব। যারা টুলে বসে ক্রয়-বিক্রিয় করতেন তাদের বলা হতো টুলি। একসময় ঢাকায় প্রতিঘরে হুকো ছিল। হুকোর তামাক জ্বালানোর জন্য প্রতিদিন শতশত মন টিকা বিক্রি হতো। তাই টিকা ব্যবসায় অনেক লোক জড়িয়ে পড়ে। বর্ণিত এলাকায় টিকা তৈরির অনেক কারখানা ছিল। টিকা তৈরির জন্য এলাকাটি বিখ্যাত ছিল। এখানকার টিকা ব্যবসায়ীরা টুলে বসে টিকা বিক্রি করতেন। অনেকে টুলের মাঝে কাত হয়ে ঘুমিয়ে পড়তেন। এজন্য এলাকাটির নাম হয় টিকাটুলি।
Friday, 22 April 2016
টিকাটুলি নামের ইতিাস / টিকাটুলি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment