বাবু দীলিপ দেবনাথ তাঁর ‘শব্দচিন্তা চমৎকারা’ গ্রন্থে লিখেছেন, হিন্দু ধর্মের অবতার ও মহাভারতের অন্যতম প্রধান চরিত্র শ্রীকৃষ্ণ গোমাংস ভক্ষণ করতেন। সূত্রাংশে পুস্তকটির বিস্তারিত দেওয়া হয়েছে। কেউ ইচ্ছে করলে সংগ্রহ করে নিতে পারেন। দিলীপ কুমার দেবনাথ যা লিখেছেন তা হুবুহু তুলে দেওয়া হলো :
“প্রাচীন যুগের আর্যরা বেশ আয়েশ করে কচি বাছুরের শূলপক্ব মাংস মৈরেয় ণ যখন তার পিসি কুন্তীর বাড়িতে যেতেন তখন তাকে আপ্যায়নের জন্য গরু জবাই করা হতো। সম্মানিত অতিথি বলে কথা! কৃষ্ণকে এজন্য তার মাসতুতো ভাই শিশুপাল গোঘ্ন বলে ঠাট্টা করতেন। পরবর্তীকালে এই কৃষ্ণই হিন্দুদের কাছে অবতারে পরিণত হন। অথর্ব বেদেও গর্ভিনী নারীকে মেধাবী ও বীর্যবান পুত্র প্রসবের জন্য গোমাংস খাওয়ার কথা বলা হয়েছে। অথচ কালের ব্যবহারে এ নিয়ম পরিত্যক্ত হয়েছে। হিন্দুরা এখন গোমাংস ভক্ষণের কথা শুনলে ভয়ে আঁতকে ওঠেন।”
(এক ধরনের মদ), সহযোগে খেত। কথিত আছে মহাভারতের অন্যতম প্রধান চরিত্র কৃষ্
No comments:
Post a Comment