Translate

Saturday, 16 November 2013

বাংলা বর্ণমালা / ড. মোহাম্মদ আমীন







বাংলা বর্ণমালার পরিসংখ্যান
সংগ্রহে : ড. মোহাম্মদ আমীন

 মোট বর্ণ আছে ৫০টি। (স্বরবর্ণ ১১টি + ব্যঞ্জণবর্ণ ৩৯টি)

(হ্রস্ব স্বর ৪টি + দীর্ঘ স্বর ৭টি) ৩৯টি (প্রকৃত ৩৫টি + অপ্রকৃত ৪টি)

স্পর্শধ্বনি/বর্গীয় ধ্বনি আছে ২৫টি (ক থেকে ম পর্যন্ত)

পূর্ণমাত্রাযুক্ত বর্ণ আছে ৩২টি (স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জণবর্ণ ২৬টি)

অর্ধমাত্রাযুক্ত বর্ণ আছে ৮টি (স্বরবর্ণ ১টি + ব্যঞ্জণবর্ণ ৭টি)

মাত্রাহীন বর্ণ আছে ১০টি (স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জণবর্ণ ৪টি) অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ

কার আছে এমন স্বরবর্ণ ১০টি ('অ' ছাড়া)

ফলা আছে এমন ব্যঞ্জণবর্ণ ৫টি (ম, ন, ব, য, র)

মূর্ধন্য/পশ্চাৎদন্ত্যমূলীয় ধ্বনি আছে ৯টি ('ট' বর্গীয় ধ্বনি + ষ, র, ড়, ঢ়)

দন্ত্য ধ্বনি আছে ৭টি ('ত' বর্গীয় ধ্বনি + স, ল)

অঘোষ ধ্বনি আছে ১৪টি (প্রতি বর্গের ১ম ও ২য় ধ্বনি + ঃ, শ, ষ, স)

ঘোষ ধ্বনি আছে ১১টি (প্রতি বর্গের ৩য় ও ৪র্থ ধ্বনি + হ)

অল্পপ্রাণ ধ্বনি আছে ১৩টি (প্রতি বর্গের ১ম ও ৩য় ধ্বনি + শ, ষ, স)

মহাপ্রাণ ধ্বনি আছে ১১টি (প্রতি বর্গের ২য় ও ৪র্থ ধ্বনি + হ)

নাসিক্য/অনুনাসিক ধ্বনি আছে ৮টি (প্রতি বর্গের ৫ম ধ্বনি + ং, ঁ, ও)

উষ্ম/শিস ধ্বনি ৪টি (শ, ষ, স, হ)

অন্তঃস্থ ধ্বনি ৪টি (ব, য, র, ল)

পাশ্বর্িক ধ্বনি ১টি (ল)

কম্পনজাত ধ্বনি ১টি (র)

তাড়নজাত ধ্বনি ২টি (ড়, ঢ়)

পরাশ্রয়ী ধ্বনি ৩টি (ং, ঃ, ঁ)

যৌগিক স্বরজ্ঞাপক ধ্বনি ২টি (ঐ, ঔ)

যৌগিক স্বরধ্বনি ২৫টি

খ-ব্যঞ্জণ ধ্বনি ১টি (ৎ)

অর্ধস্বর ২টি (য, ব)


একনজরে বাংলা সাহিত্য

একনজরে বাংলা সাহিত্য
ড. মোহাম্মদ আমীন



মহাভারতের প্রথম বাংলা অনুবাদক
খ্রিস্টপূর্ব পঞ্চম-চতুর্থ শতকের পূর্ব হতে এদেশে প্রচলিত কুরুপাণ্ডবের যুদ্ধ সংক্রান্ত নানা উপকাহিনী নিয়ে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব আনুমানিক খ্রিস্টপূর্ব ২য় শতকে ‘মহাভারত’ কাব্যগ্রন্থটি রচনা করেন। মহাভারতের প্রথম বাংলা অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর। তিনি গৌড়ের সুলতান আলাউদ্দিন হুসেন শাহ (১৪৯৩-১৫১৮ খ্রিঃ) এর সেনাপতি পরাগল খানের পৃষ্ঠপোষকতায় মহাভারত বঙ্গানুবাদ করেন। পরাগল খানের উৎসাহ ও উদ্দীপনায় ‘মহাভারত’ অনূদিত হয়েছিল বলে গ্রন্থটি ‘পরাগলী মহাভারত’ নামে পরিচিতি পায়।

বিশ্বের প্রথম আর্থনীতিক ও রাজনীতিক গ্রন্থ: বিখ্যাত মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের প্রধান পরামর্শদাতা কৌটিল্য লিখিত ‘অর্থশাস্ত্র’ নামক গ্রন্থটি বিশ্বের প্রথম ‘আর্থনীতিক ও রাজনীতিক’ গ্রন্থ। খ্রিস্টপূর্ব ৩২৪- খ্রিস্টপূর্ব ১৮৫ এর মধ্যে গ্রন্থটি রচিত।

পৃথিবীর আদিকবি: রামায়ণ রচয়িতা মহর্ষি বাল্মিকি পৃথিবীর আদিকবি।  রামায়ণে ২৪ হাজার শ্লোক ও ৫ শত অধ্যায় রয়েছে। ‘রামায়ণ’ই পৃথিবীর একমাত্র প্রথম গ্রন্থ যা  সাধারণ একটি কাব্যগ্রন্থ হওয়া সত্ত্বেও  ধর্মীয় গ্রন্থ হিসেবে স্বীকৃতি পায়।

বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস: প্রাচীন ও আধুনিক কালের বাংলা সাহিত্যের প্রথম  ইতিহাস রচয়িতা পণ্ডিত রামগতি ন্যায়রত্ন। ১৮৭৩ খ্রিস্টাব্দে রামগতি ন্যায়রত্ন রচিত ‘বাঙ্গালা ভাষা ও বাঙ্গালা সাহিত্যবিষয়ক প্রস্তাব’ বাংলা সাহিত্যের বিবরণ সম্বলিত ভাষা সর্ম্পকিত প্রথম ইতিহাস গ্রন্থ।

বাংলা ভাষায় কুরআন শরীফের প্রথম বঅনুবাদক – ভাই গিরিশচন্দ্র সেন অনুবাদকাল – ১৮৮১-১৮৮৬ খ্রিস্টাব্দ।
বাংলা ভাষার ইতিহাসে প্রথম মুসলিম বাংলা গদ্য লেখক – শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী।
বাংলা ভাষার ইতিহাসে প্রথম মুসলিম বাংলা গদ্য লেখিকা -বিবি তাহেরন নেছা।
বাংলা ভাষার ইতিহাসে বাংলা দৈনিকের প্রথম মহিলা সাংবাদিক – লায়লা সামাদ।
বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক নাট্যকার -মাইকেল মধুসূদন দত্ত।
বাংলাভাষায় প্রথম সনেট রচয়িতা – মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকার – মীর মোশাররফ হোসেন।
বাংলা সাহিত্যের প্রথম গীত কবি -বিহারীলাল চক্রবর্তী।
বাংলা সাহিত্যে প্রথম যতি চিহ্ন ব্যবহারকারী – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতি ব্যবহারকারী – প্রমথ চৌধুরী।

মধ্যযুগের প্রথম কাব্য
‘শ্রীকৃষ্ণকীর্তন’ মধ্যযুগের প্রথম কাব্য। কাব্যটির রচয়িতা বড়ূচণ্ডীদাস মধ্যযুগের আদিকবি। লোকসমাজে প্রচলিত রাধাকৃষ্ণের প্রেমবিষয়ক গ্রাম্য গল্প অবলম্বনে কবি বড়ূচণ্ডীদাস ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যগ্রন্থটি রচনা করেন।

মধ্যযুগের প্রথম মহিলা কবি কবি চন্দ্রাবতী মধ্যযুগের  প্রথম মহিলা কবি। তিনি ছিলেন চিরকুমারী। ‘দস্যু কেনারাম‘ চন্দ্রাবতীর একটি  উল্লেখযোগ্য গ্রন্থ।

বিদ্যাসুন্দর প্রণয়কাহিনীর প্রথম রূপকার বিদ্যাসুন্দর কবিদের অন্যতম সংস্কৃত কবি বিলহন চৌরপঞ্চশিকা বিদ্যাসুন্দর প্রণয়কাহিনীর প্রথম রূপকার হিসেবে পরিচিত।

প্রথম বাংলা অক্ষর খোদাইকারী – পঞ্চানন কর্মকার।
সম্পূর্ন বাংলা অক্ষরের নকশা প্রস্তুতকারী -চালর্স উইলকিনস।
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি – শাহ মুহম্মদ সগীর।
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবি – মাহমুদা খাতুন সিদ্দিকা।
ছাপার অক্ষরে প্রথম বাংলা বই – কৃপা শাস্ত্রের অর্থভেদ। রচয়িতা – ম্যানুয়েল দ্যা অ্যাসুম্পাসাও।
বাংলা সাহিত্যে প্রথম মুদ্রিত গ্রন্থ – কথোপকথন, রচয়িতা – উইলিয়াম কেরী , প্রকাশকাল – ১৮০১ সাল।
বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস – আলালের ঘরের দুলাল, রচয়িতা – প্যারীচাঁদ মিত্র
প্রকাশকাল – ১৮৫৭ সাল।
বাংলা ভাষার রচিত প্রথম প্রণোয়পখ্যান -ইউসুফ জোলেখা, রচয়িতা – শাহ মুহম্মদ সগীর
প্রকাশকাল – ১৪-১৫ শতকের মধ্যে।. বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক উপন্যাস, কপালকুণ্ডলা
রচয়িতা – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রকাশকাল – ১৮৬৬ সাল।
বাংলা ভাষায় প্রথম ব্যকরণ – পর্তুগীজ, বাংলা ব্যকরণ রচয়িতা – ম্যানুয়েল দ্যা অ্যাসুম্পাসাও
প্রকাশকাল – ১৭৩৪ খ্রিস্টাব্দ।
বাংলা ভাষায় রচিত প্রথম প্রবন্ধ গ্রন্থ –বেদান্ত, রচয়িতা – রাজা রামমোহন রায়, প্রকাশকাল – ১৮১৫ খ্রিস্টাব্দ।
বাংলা ভাষায় রচিত প্রথম সামাজিক নাটক -কুলীনকুল সর্বস্ব, রচয়িতা – রাম নারায়ন তর্করত্ন প্রকাশকাল – ১৮৫৪ খ্রিস্টাব্দ।
বাংলা ভাষায় রচিত প্রথম প্রহসন নাটক :একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, রচয়িতা – মাইকেল মধুসূদন দত্ত, প্রকাশকাল – ১৮৫৯ খ্রিস্টাব্দ।
বাংলা ভাষায় রচিত প্রথম নাটক – ভদ্রাজুন রচয়িতা – তারাপদ সিকদার, প্রকাশকাল – ১৮৫২ সাল।
বাংলা ভাষায় রচিত প্রথম ট্রাজেডি নাটক –কৃষ্ণকুমারী রচয়িতা – মাইকেল মধুসূদন দত্ত
প্রকাশকাল – ১৮৬১ খ্রিস্টাব্দ।
বাংলা সাহিত্যের প্রথম মৌলিক ট্রাজেডি – কীর্তি বিলাস, রচয়িতা – যোগেন্দ্র নাথ গুপ্ত, প্রকাশকাল – ১৮৫২ খ্রিস্টাব্দ।

প্রথম মহিলা ঐতিহাসিক
সম্রাট হুমায়ুনের ভগ্নী গুলবদন বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঐতিহাসিক। তিনি তাঁর ভাই সম্রাট হুমায়ুনের রাজত্বকালের ইতিহাস লিখে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম মহিলা ঐতিহাসিক হিসাবে খ্যাত হয়ে আছেন।

ক্রমশ: www.aminbd.com