Translate

Saturday 16 November 2013

বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান / ড. মোহাম্মদ আমীন

 একনজরে বাংলা সাহিত্য

 ড. মোহাম্মদ আমীন

বিশ্বের প্রথম আর্থনীতিক রাজনীতিক গ্রন্থ: বিখ্যাত মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের প্রধান পরামর্শদাতা কৌটিল্য লিখিতঅর্থশাস্ত্রনামক গ্রন্থটি বিশ্বের প্রথমআর্থনীতিক রাজনীতিকগ্রন্থ। খ্রিস্টপূর্ব ৩২৪- খ্রিস্টপূর্ব ১৮৫ এর মধ্যে গ্রন্থটি রচিত
পৃথিবীর আদিকবি: রামায়ণ রচয়িতা মহর্ষি বাল্মিকি পৃথিবীর আদিকবি।  রামায়ণে ২৪ হাজার শ্লোক শত অধ্যায় রয়েছে।রামায়ণ পৃথিবীর একমাত্র প্রথম গ্রন্থ যা  সাধারণ একটি কাব্যগ্রন্থ হওয়া সত্ত্বেও  ধর্মীয় গ্রন্থ হিসেবে স্বীকৃতি পায়
বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস: প্রাচীন আধুনিক কালের বাংলা সাহিত্যের প্রথম  ইতিহাস রচয়িতা পণ্ডিত রামগতি ন্যায়রত্ন। ১৮৭৩ খ্রিস্টাব্দে রামগতি ন্যায়রত্ন রচিতবাঙ্গালা ভাষা বাঙ্গালা সাহিত্যবিষয়ক প্রস্তাববাংলা সাহিত্যের বিবরণ সম্বলিত ভাষা সর্ম্পকিত প্রথম ইতিহাস গ্রন্থ
বাংলা ভাষায় কুরআন শরীফের প্রথম বঅনুবাদকভাই গিরিশচন্দ্র সেন অনুবাদকাল১৮৮১-১৮৮৬ খ্রিস্টাব্দ
বাংলা ভাষার ইতিহাসে প্রথম মুসলিম বাংলা গদ্য লেখকশামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী
বাংলা ভাষার ইতিহাসে প্রথম মুসলিম বাংলা গদ্য লেখিকা -বিবি তাহেরন নেছা।

বাংলা ভাষার ইতিহাসে বাংলা দৈনিকের প্রথম মহিলা সাংবাদিকলায়লা সামাদ
বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক নাট্যকার -মাইকেল মধুসূদন দত্ত
বাংলাভাষায় প্রথম সনেট রচয়িতামাইকেল মধুসূদন দত্ত
বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকারমীর মোশাররফ হোসেন
বাংলা সাহিত্যের প্রথম গীত কবি -বিহারীলাল চক্রবর্তী
বাংলা সাহিত্যে প্রথম যতি চিহ্ন ব্যবহারকারীঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতি ব্যবহারকারীপ্রমথ চৌধুরী

মধ্যযুগের প্রথম কাব্য
শ্রীকৃষ্ণকীর্তনমধ্যযুগের প্রথম কাব্য। কাব্যটির রচয়িতা বড়ূচণ্ডীদাস মধ্যযুগের আদিকবি। লোকসমাজে প্রচলিত রাধাকৃষ্ণের প্রেমবিষয়ক গ্রাম্য গল্প অবলম্বনে কবি বড়ূচণ্ডীদাসশ্রীকৃষ্ণকীর্তনকাব্যগ্রন্থটি রচনা করেন
মধ্যযুগের প্রথম মহিলা কবি কবি চন্দ্রাবতী মধ্যযুগের  প্রথম মহিলা কবি। তিনি ছিলেন চিরকুমারী।দস্যু কেনারামচন্দ্রাবতীর একটি  উল্লেখযোগ্য গ্রন্থ
বিদ্যাসুন্দর প্রণয়কাহিনীর প্রথম রূপকার বিদ্যাসুন্দর কবিদের অন্যতম সংস্কৃত কবি বিলহন চৌরপঞ্চশিকা বিদ্যাসুন্দর প্রণয়কাহিনীর প্রথম রূপকার হিসেবে পরিচিত
 মানবীয় আখ্যায়িকা ধারার প্রবর্তক: মধ্যযুগের বাংলা সাহিত্য যখন দেবদেবীর মাহাত্ম্য কীর্তণে সয়লাব তখন আরাকানের বৌদ্ধ রাজাদের সভায় বাংলা সাহিত্য চর্চার ব্যতিক্রমী নিদর্শন হিসেবে কবি দৌলত কাজী একটি নব ধারার সূচনা করেন। তিনি থিরি থুধর্ম্মা বা শ্রী সুধর্মার (১৬২২-১৬৩৮ খ্রিস্টাব্দ) শাসনামলে লস্কর উজির বা সমরসচিব আশরাফ খানের অনুরোধে হিন্দি কবি সাধনেরমৈনাসতকাব্যের ভাবানুবাদ অবলম্বনেসতীময়না লোরচন্দ্রানীকাব্য রচনা করে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম মানবীয় আখ্যায়িকা ধারার প্রবর্তন করেন
প্রথম বাংলা অক্ষর খোদাইকারীপঞ্চানন কর্মকার
সম্পূর্ন বাংলা অক্ষরের নকশা প্রস্তুতকারী -চালর্স উইলকিনস।

বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবিশাহ মুহম্মদ সগীর
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবিমাহমুদা খাতুন সিদ্দিকা
ছাপার অক্ষরে প্রথম বাংলা বইকৃপা শাস্ত্রের অর্থভেদ। রচয়িতাম্যানুয়েল দ্যা অ্যাসুম্পাসাও
বাংলা সাহিত্যে প্রথম মুদ্রিত গ্রন্থকথোপকথন, রচয়িতাউইলিয়াম কেরী , প্রকাশকাল১৮০১ খ্রিস্টাব্দ
বাংলা সাহিত্যে প্রথম উপন্যাসআলালের ঘরের দুলাল, রচয়িতাপ্যারীচাঁদ মিত্র
প্রকাশকাল১৮৫৭ খ্রিস্টাব্দ
বাংলা ভাষার রচিত প্রথম প্রণোয়পখ্যান -ইউসুফ জোলেখা, রচয়িতাশাহ মুহম্মদ সগীর
প্রকাশকাল১৪-১৫ শতকের মধ্যে।. বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক উপন্যাস, কপালকুণ্ডলা
রচয়িতাবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রকাশকাল১৮৬৬ খ্রিস্টাব্দ
বাংলা ভাষায় প্রথম ব্যকরণপর্তুগীজ, বাংলা ব্যকরণ রচয়িতাম্যানুয়েল দ্যা অ্যাসুম্পাসাও
প্রকাশকাল১৭৩৪ খ্রিস্টাব্দ।

বাংলা ভাষায় রচিত প্রথম প্রবন্ধ গ্রন্থবেদান্ত, রচয়িতারাজা রামমোহন রায়, প্রকাশকাল১৮১৫ খ্রিস্টাব্দ।

বাংলা ভাষায় রচিত প্রথম সামাজিক নাটক -কুলীনকুল সর্বস্ব, রচয়িতারাম নারায়ন তর্করত্ন প্রকাশকাল১৮৫৪ খ্রিস্টাব্দ
বাংলা ভাষায় রচিত প্রথম প্রহসন নাটক :একেই কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, রচয়িতামাইকেল মধুসূদন দত্ত, প্রকাশকাল১৮৫৯ খ্রিস্টাব্দ
বাংলা ভাষায় রচিত প্রথম নাটকভদ্রাজুন রচয়িতাতারাপদ সিকদার, প্রকাশকাল১৮৫২ সাল
বাংলা ভাষায় রচিত প্রথম ট্রাজেডি নাটককৃষ্ণকুমারী রচয়িতামাইকেল মধুসূদন দত্ত
প্রকাশকাল১৮৬১ খ্রিস্টাব্দ
বাংলা সাহিত্যের প্রথম মৌলিক ট্রাজেডিকীর্তি বিলাস, রচয়িতাযোগেন্দ্র নাথ গুপ্ত, প্রকাশকাল১৮৫২ খ্রিস্টাব্দ
প্রথম মহিলা ঐতিহাসিক
সম্রাট হুমায়ুনের ভগ্নী গুলবদন বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঐতিহাসিক। তিনি তাঁর ভাই সম্রাট হুমায়ুনের রাজত্বকালের ইতিহাস লিখে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম মহিলা ঐতিহাসিক হিসাবে খ্যাত হয়ে আছেন

http://aminbd.com/

No comments:

Post a Comment