Translate

Saturday 16 November 2013

নোবেল পুরষ্কার এবং মুসলিম

নোবেল পুরষ্কার এবং মুসলিম/ড. মোহাম্মদ আমীন

এ পর্যন্ত দশ জন মুসলিম নোবেল পুরষ্কার লাভ করেছেন। নোবেল পুরষ্কার বিজয়ী প্রথম মুসলিম আনোয়ার সাদাত (25 December 1918 – 6 October 1981)। তিনি ১৯৭৮ খ্রিস্টাব্দে একজন ইহুদি ও ইসরাইলের প্রধানমন্ত্রী মেনাচেন বেগিনের সাথে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করেন। ইয়াসির আরফাত (24 August 1929 – 11 November 2004) অপর দুই ইহুদি সিমন পেরেজ ও আইজাক রবিনের সাথে ১৯৯৪ খ্রিস্টাব্দে শান্তিতে শান্তিতে নোবেল পুরষ্কার পান। ইরানের শিরিন এবাদি (born 21 June 1947) ২০০৩ খ্রিস্টাব্দে, মিশরের মোহাম্মদ এর বারাদাই (born June 17, 1942) ২০০৫ খ্রিস্টাব্দে, বাংলাদেশের ড. মোহাম্মদ ইউনুছ (born 28 June 1940) ২০০৬ খ্রিস্টাব্দে এবং ইয়ামেনের তাওয়াকেল (born 7 February 1979) কারমান ২০১১ খ্রিস্টাব্দে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করেন।

সাহিত্যে নোবেল পুরষ্কার বিজয়ী প্রথম মুসলিম নাগিব মাহফুজ (11 December 1911 – 30 August 2006)। মিশরীয় নাগরিক নাগিব মাহফুজ ১৯৮৮ খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন। সাহিত্যে দ্বিতীয় নোবেল পুরষ্কার বিজয়ী তুর্কি লেখক ওরহান পামুক (born 7 June 1952)। তিনি ২০০৬ খ্রিস্টাব্দে নোবেল পুরষ্কার লাভ করেন। 

পাকিস্তানি পদার্থবিদ আবদুস সালাম (29 January 1926 – 21 November 1996) ১৯৭৯ খ্রিস্টাব্দে পদার্থ বিদ্যায় এবং মার্কিন-নিবাসী মিশরের বিজ্ঞানী আহমেদ জেবিল (born February 26, 1946) ১৯৯৯ খ্রিস্টাব্দে রসায়ন বিজ্ঞানে নোবেল পুরষ্কার লাভ করে।

No comments:

Post a Comment