নাক উঁচু
====
নাক উঁচু কথাটির আভিধানিক অর্থ গর্বিত, আত্মাভিমানী, অসহ্য রকমের পছন্দপ্রবণ।
তবে এর ব্যাকরণগত অর্থ অন্যরকম। নাক ও উঁচু শব্দদ্বয়ের সমন্বয়ে নাক
উঁচু বাগধারটির সৃষ্টি। ঘটনাচক্রে নাকের একটি অনৈচ্ছিক আচরণ
থেকে কথাটির উৎপত্তি। কোনও কিছু দেখে অবজ্ঞায় নাক
সিঁটকালে নাকের ডগার দুপাশ সামান্য উঁচু হয়ে যায়।
নাকের এ বিকৃত উঁচু-ভাবটাই বাংলা বাগভঙ্গিতে
নাক উঁচু কথায়
স্থান করে
নিয়েছে।
------------------------------------------------------
সূত্র : পৌরাণিক উৎসে বাংলা শব্দ, ড. মোহাম্মদ আমীন
====
নাক উঁচু কথাটির আভিধানিক অর্থ গর্বিত, আত্মাভিমানী, অসহ্য রকমের পছন্দপ্রবণ।
তবে এর ব্যাকরণগত অর্থ অন্যরকম। নাক ও উঁচু শব্দদ্বয়ের সমন্বয়ে নাক
উঁচু বাগধারটির সৃষ্টি। ঘটনাচক্রে নাকের একটি অনৈচ্ছিক আচরণ
থেকে কথাটির উৎপত্তি। কোনও কিছু দেখে অবজ্ঞায় নাক
সিঁটকালে নাকের ডগার দুপাশ সামান্য উঁচু হয়ে যায়।
নাকের এ বিকৃত উঁচু-ভাবটাই বাংলা বাগভঙ্গিতে
নাক উঁচু কথায়
স্থান করে
নিয়েছে।
------------------------------------------------------
সূত্র : পৌরাণিক উৎসে বাংলা শব্দ, ড. মোহাম্মদ আমীন
No comments:
Post a Comment