বাহাদুর শাহ জাফর(অক্টোবর ২৪, ১৭৭৫ - নভেম্বর ৭, ১৮৬২)
মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ্ জাফর বা ২য় বাহাদুর শাহ্ ১৭৭৫
খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর দিল্লির লালকেল্লায় জন্মগ্রহণ করেন। তাঁর পূর্ণ
নাম আবুল মুজাফ্ফার সিরাজুদ্দীন মুহাম্মদ বাহাদুর
শাহ গাজী। তিনি দিল্লির সম্রাট দ্বিতীয় আকবর শাহ (১৮০৬-৩৭ খ্রি:) ও
সম্রাজ্ঞী লাল বাঈর দ্বিতীয় পুত্র। পিতার মৃত্যুর পর বাহাদুর শাহ
(দ্বিতীয়) ১৮৩৭ খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। প্রকৃতপক্ষে
পিতামহ সম্রাট দ্বিতীয় শাহ আলম (১৭৫৯-১৮০৬ খ্রি:) এবং পিতা সম্রাট
দ্বিতীয় আকবর শাহ উভয়ের মতো দ্বিতীয় বাহাদুর শাহ ইস্ট ইন্ডিয়া
কোম্পানির পেনশনভোগী ছিলেন। তিনি বার্ষিক ১ লাখ টাকা ভাতা পেতেন।
সিপাহী বিপ্লবের শেষে ১৮৫৮ খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসকেরা তাঁকে ক্ষমতাচ্যুত
করে ও রেঙ্গুনে নির্বাসনে পাঠায়। ১৮৫৮ খ্রিস্টাব্দের ৭ অক্টোবর ৮৩ বছরের
বৃদ্ধ সম্রাট বাহাদুর শাহ জাফর, সম্রাজ্ঞী জিনাত মহল, দুই শাহজাদা, শাহজাদী
এবং অন্য আত্মীয় ও ভৃত্যদের নিয়ে ইংরেজ গোলন্দাজ ও অশ্বারোহী বাহিনী
দিল্লি ত্যাগ করে। ৯ ডিসেম্বর জাহাজ রেঙ্গুনে পৌঁছে। ব্রিটিশ বাহিনীর
ক্যাপ্টেন নেলসন ডেভিসের বাসভবনের ছোট গ্যারেজে সম্রাট ও তার
পরিবার-পরিজনের বন্দিজীবন শুরু হয়। সম্রাটকে শুতে দেয়া হয় একটা পাটের
দড়ির খাটিয়ায়। সম্রাট পক্ষাঘাতে আক্রান্ত হলেন। ১৮৬২ খ্রিস্টাব্দের ৭
নভেম্বর, শুক্রবার ভোর ৫টায় সম্রাট মৃত্যুবরণ করেন।সম্রাটকে অত্যন্ত
গোপনীয়তার সাথে দাফন করা হয়।
No comments:
Post a Comment