Translate

Saturday, 4 October 2014

সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাসক : সম্রাট অশোক / ড. মোহাম্মদ আমীন

পৃথিবীর প্রথম বৌদ্ধ শাসক সম্রাট অশোক পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাসক। কারণ:
১. তিনিই বিশ্বের প্রথম শাসক, যিনি বিশ্বে প্রথম অহিংস নীতিতে রাষ্ট্র পরিচালনার সূচনা ঘটান;
২. মানব ইতিহাসে তিনিই প্রথম শাসক, যিনি প্রথম দাসপ্রথা রহিত করেন;
৩. তিনিই প্রথম শাসক, যিনি বিশ্বে প্রথম মৃত্যুদন্ড রহিত করেন;
৪. তিনিই প্রথম শাসক, যিনি বনায়নের উপর গুরুত্ব আরোপ করে মরুকরণের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নেন;
৫. তিনিই প্রথম শাসক, যিনি মানব ইতিহাসে প্রথম নারীপুরুষ সমতার গুরুত্ব উপলব্ধি করেন;
৬. তিনিই প্রথম শাসক যিনি লিঙ্গবৈষম্য দূরীকরণে রাষ্ট্রীয় নীতি ঘোষণা করেন;
৭. তিনিই প্রথম শাসক যিনি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে লিঙ্গ-বৈষম্য দূরীকরণের উপর পাঠদান ব্যবস্থা চালু করেন।

(বিন্দুসারের মৃত্যুর পর সম্রাট অশোক (জন্ম ৩০৪ খ্রিস্টপূর্ব, শাসনকাল ২৯৮-২৭২ খ্রিস্টপূর্ব) সম্রাট হন। তিনি পূর্বে আসাম ও বাংলাদেশ, পশ্চিমে ইরান ও আফগানিস্হান, উত্তরে পামীর গ্রন্থি থেকে প্রায় সমগ্র দক্ষিণ-ভারত নিজের সাম্রাজ্যভূক্ত করে নেন। এরপর অশোক কলিঙ্গ প্রজাতন্ত্র দখলে উদ্যোগী হন। খ্রিস্টপূর্ব ২৬১ (মতান্তরে খ্রিস্টপূর্ব ২৬৩) দয়া নদীর ধারে ধৌলি পাহাড়ের কাছে ভীষণ রক্তক্ষয়ী যুদ্ধ হয়। এ যুদ্ধে কলিঙ্গবাহিনীর ১,০০,০০০ সেনা ও মৌর্য সেনাবাহিনীর ১০,০০০ সেনা নিহত ও অসংখ্য নর-নারী আহত হয়। যুদ্ধের বীভৎসতা সম্রাট অশোককে বিষাদময় করে তোলে। তিনি যুদ্ধের পথ ত্যাগ করে বৌদ্ধধর্ম গ্রহণ করেন ও অহিংস-নীতিতে সাম্রাজ্য পরিচালনার নীতি গ্রহণ করেন। অশোক দেশে-বিদেশে বৌদ্ধধর্ম প্রচারে উদ্যোগী হন। তাঁর পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাকে বৌদ্ধধর্ম প্রচারের জন্য তিনি শ্রীলংকা পাঠান। এছাড়া তিনি কাশ্মীর, গান্ধার, ভানাভাসী, কোংকন, মহারাষ্ট্র, ব্যাকট্রিয়, নেপাল, থাইল্যান্ড, ব্রহ্মদেশ, লাক্ষাদ্বীপ প্রভৃতি স্থানেও বৌদ্ধধর্ম প্রচারের ব্যবস্থা গ্রহণ করেন।)

No comments:

Post a Comment