ব্রতচারী আন্দোলনের পথিকৃৎ
আইসএিস অফিসার, রাজনীতিবিদ, লোকশিল্পী, লেখক, গবেষক, সমাজসেবক ও বিশ্বে ব্রতচারী আন্দোলনের মহান পথিকৃৎ গুরুসদয় দত্ত (১৮৮২-১৯৪১) ছিলেন আপন সংস্কৃতির প্রবল সমর্থক ও স্বদেশপ্রেমের আকড়। ব্রিটিশ সরকারের অধিনে চাকরি করলেও জনস্বার্থ বিরোধি কোন নির্দেশ পালন করেননি। যেখানে অবিচার দেখেছেন সেখানে প্রতিবাদ করেছেন। তিনি ১৯৩০ খ্রিস্টাব্দের মে মাসে ডান্ডি অভিযান তথা লবণ আইন অমান্য আন্দোলনের পর মহাত্মা গান্ধীর গ্রেফতারের প্রতিবাদে সমবেত জনতার উপর গুলিবর্ষনের আদেশ প্রদানে অস্বীকৃতি জানান। ফলে কর্তৃপক্ষ তাকে বীরভূমে বদলি করে দেন। গুরুসদয় দত্ত রোড (বা গুরুসদয় রোড) দক্ষিণ কলকাতার বালিগঞ্জ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তাটির আদি নাম বালিগঞ্জ স্টোর রোড। পরবর্তীকালে বাঙালি আইসিএস অফিসার ও দেশপ্রেমিক তথা ব্রতচারী আন্দোলনের প্রবক্তা গুরুসদয় দত্তের নামে রাস্তাটির নামকরণ হয়।
মহারাজা সুরেন ঠাকুর এ অঞ্চলের বাসিন্দা ছিলেন। তাঁর বসতবাড়িটি এখন বিড়লা শিল্প ও প্রযুক্তি সংগ্রহশালা। ১৯৫৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই জাদুঘরটি এশিয়ার প্রথম জনপ্রিয় বিজ্ঞান সংগ্রহশালা। শিল্পপতি কে কে বিড়লা, বি এম বিড়লা, রাজা আনন্দীলাল পোদ্দার, এইচ এল সোমানি, নবাব ফারুকি, আইসিএস অফিসার স্যার কে জি গুপ্ত এবং যাঁর নামে এই রাস্তার নাম সেই গুরুসদয় দত্তের বসতবাড়িও এই রাস্তাটির ধারেই অবস্থিত। এছাড়া রয়েছে ১৭৯২ সালে প্রতিষ্ঠিত পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম ক্রিকেট ক্লাব ক্যালকাটা ক্রিকেট ক্লাব। এছাড়া গান্ধার আর্ট গ্যালারি, কলকাতার সেরা চিনা রেস্তোরাঁ মেইনল্যান্ড চায়না এই অঞ্চলেই অবস্থিত।
Saturday, 4 October 2014
ব্রতচারী আন্দোলনের পথিকৃৎ / ড. মোহাম্মদ আমীন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment