Translate

Saturday 4 October 2014

বনমানুষের দেশ / ড. মোহাম্মদ আমীন

বনমানুষের দেশ

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো পৃথিবীর দরিদ্রতম দেশ। কঙ্গোকে বনমানুষের দেশও বলা হয়। কারণ এখানে ছাড়া পৃথিবীর আর কোথাও বনমানুষ, গরিলা বা বনবস পাওয়া যায় না। কঙ্গোর জনগণের মাথাপিছু আয় মাত্র ৩৬৮ মার্কিন ডলার। এটি ডিআর কঙ্গো বা ডিআরসি নামেও পরিচিত। ১৯৯৭ খ্রিস্টাব্দ পর্যন্ত কঙ্গো জায়ার নামে পরিচিত ছিল। এর আয়তন ২৩৪৫,৪০৯ স্কয়ার কিলোমিটার এবং জনসংখ্যা ৭৫৫০৭৩০৮। কঙ্গো হচ্ছে পৃথিবীর বৃহত্তম দেশে যার সরকারি ভাষা ফ্রেঞ্চ। উল্লেখ্য ফ্রান্সের জনসংখ্যা ৬৫ মিলিয়ন কিন্তু কঙ্গোর জনসংখ্যা ৭০.৫ মিলিয়ন। এটি আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ। এ দেশের অধিকাংশ স্থানীয় বাসিন্দারা ছবি তুলেন না। কারণ তারা মনে করেন, ছবি তোলা মানে কারও আত্মাকে বন্দি করে ফেলা।যুদ্ধ ও অভ্যন্তরীন কোন্দলের জন্য দেশটির এ দুরবস্থা।

No comments:

Post a Comment