Translate

Saturday, 4 October 2014

মজার তথ্য / ড. মোহাম্মদ আমীন

মজার তথ্য

১. জনসংখ্যায় ইউরোপের ক্ষুদ্রতম দেশ : ভ্যাটিকান (জনসংখ্যা প্রায় ১০০০ জন)।
২. ইউরোপের দীর্ঘতম নদী : ভলগা।
৩. ইউরোপের দীর্ঘতম পর্বতমালা : আল্পস পর্বতমালা।
৪’ ইউরোপের দ্বার : ভিয়েনা
৫. ইউরোপের বৃহত্তম সুড়ঙ্গপথ: ইউরো টানেল।
৬. ইউরোপের উচ্চতম পর্বতশৃঙ্গ : মাউন্ট ব্ল্যাঙ্ক।
৭. ইউরোপের ককপিট বা রণক্ষেত্র : বেলজিয়াম।
৮. ইউরোপের বৃহত্তম সাগর : ভূমধ্যসাগর।
৯. বিশ্বের বৃহত্তম সমভূমির নাম: মধ্য ইউরোপের বিস্তীর্ণ সমভূমি।
১০. আফ্রিকা মহাদেশে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ২৫ জন।
১১. আফ্রিকা ইউরোপ মহাদেশের চেয়ে আড়াই গুণ বড়।
১২. আয়তনে উত্তর আমেরিকার বৃহত্তম দেশ : কানাডা (৯৯,৩৬,১৪০ বর্গ কি.মি)।
১৩. আয়তনে উত্তর আমেরিকার ক্ষুদ্রতম দেশ: বারমুডা (৬১ বর্গ কি.মি.)।
১৪.জনসংখ্যায় উত্তর আমেরিকার বৃহত্তম দেশ: যুক্তরাষ্ট্র (২৯ কোটি ৪০ লাখ)।

No comments:

Post a Comment