Translate

Sunday 24 August 2014

ভারতবর্ষের মুসলিমদের মধ্যে প্রথম আধুনিক মানুষ / ড. মোহাম্মদ আমীন

ভারতবর্ষের মুসলিমদের মধ্যে প্রথম আধুনিক মানুষ

সরকারি কর্মকর্তা সৈয়দ আমীর আলী ভারতবের্ষের মুসলিমদের মধ্যে প্রথম আধুনিক মানুষ হিসেবে খ্যাত।
সৈয়দ আমীর আলী (১৮৪৯-১৯২৮) বুঝতে পেরেছিলেন মুসলিম জাতির পশ্চাদপদতার মুল কারণ অন্ধ-অনুকরণ, পশ্চাদনুবর্তিতা এবং মুক্তবুদ্ধির প্রতিকুল অবস্থান। ধর্মের ভেদবোধহীন চিন্তাচেতনার পরিবর্তনের ডাক দিয়ে তিনি মুসলিম সমাজকে প্রকৃত অর্থে আধুনিক বিশ্বের আধুনিক বিজ্ঞান ও চিন্তাচেতনায় উদ্বুদ্ধ হয়ে মিথ্যা এবং অবাস্তব কল্পনা ছুড়ে ফেলে সত্য ও বাস্তবতার মিছিলে সামিল হয়ে নিজেদের অবস্থানকে সুসংহত করার প্রয়াস নিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন ষষ্ঠদশ শতকের তলোয়ার দিয়ে বিংশ শতকের আকাশাভিযান মোকাবেলা নিতান্তই বালখিল্য। তিনি জানতেন পাহাড় পৃথিবীর পেরেক নয়, সূর্য কোন কাদামাখ গর্তে ডুবে যায় না; উল্কাগুলো কোন ক্ষেপণাস্ত্র নয়। ধর্ম ও সমাজ সংস্কারের যুগোপযোগী মতবাদ, সাহসী বক্তব্য, মুক্তচিন্তার প্রসার, অসাম্প্রদায়িক মনোভাব, আধুনিক বিজ্ঞানমনস্কতা প্রভৃতি বিবেচনায় তাকে ভারতবর্ষের মুসলমানদের মধ্যে প্রথম আধুনিক মানুষ বলা হয়।

No comments:

Post a Comment