বাংলাদেশে বাঙালিদের মধ্যে মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালনকারী প্রথম ব্যক্তি
বাঙ্গালিদের মধ্যে প্রথম মুখ্য সচিবের দায়িত্ব পান কাজী আনোয়ারুল হক। তিনি ছিলেন পুলিশ ক্যাডারের সদস্য। ১৯৬১ খ্রিস্টাব্দে তিনি মুখ্য সচিবের দায়িত্ব গ্রহণ করেন।ইতোপূর্বে কোন বাঙালি পাকিস্তানের মুখ্যসচিব পদে দায়িত্ব পালন করেননি। আমাদের গুরুত্বপূর্ণ পদটি প্রথমে চলে যায় অন্যদের হাতে।
১৯৬৩ -১৯৬৫ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি পাকিস্তান সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৬৫ হতে ১৯৬৯ খ্রিস্টাব্দ পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভায় শিক্ষা, স্বাস্থ্য, শ্রম ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিচারপতি সায়েম, জিয়াউর রহমান এবং বিচারপতি আবদুস সাত্তার রাষ্ট্রপতি থাকাকালীন তিনি ছয় বছর মন্ত্রীর পদমর্যাদায় সরকারের উপদেষ্টা পদে বহাল ছিলেন। উল্লেখ্য কাজী আনোয়ারুল হক ছিলেন বিখ্যাত ‘আবদুল্লাহ্’ উপন্যাসের লেখক কাজী ইমদাদুল হকের সন্তান।
Sunday, 24 August 2014
প্রথম মুখ্যসচিব / ড. মোহাম্মদ আমীন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment