বঙ্গবন্ধু
যতদিন রবে পদ্মা যমুনা
গৌরী মেঘনা বহমান
ততদিন রবে কীর্তি তোমার,
শেখ মুজিবুর রহমান!
দিকে দিকে আজ অশ্রুগঙ্গা
রক্তগঙ্গা বহমান
তবু নাই ভয়, হবে হবে জয়,
জয় মুজিবুর রহমান।
উপরে লেখা ‘বঙ্গবন্ধু’ নামের ছড়াটির রচয়িতা অন্নদাশঙ্কর রায় (১৯০৪-২০০২)। ছড়াটি অন্নদাশঙ্কর রায় এর বিখ্যাত ছড়াগ্রন্থ ‘শালি ধানের চিঁড়ে’ থেকে নেওয়া হয়েছে। ১৯৭১ খ্রিস্টাব্দের ২২ জুলাই কবিতাটি রচনা করা হয়েছে।
অবসরপ্রাপ্ত সিএসপি ও খ্যাতিমান কবি অন্নদাশঙ্কর রায় কবি সুভাষ মুখোপাধ্যায়ের কাছ থেকে খবরটি পেয়ে বিমর্ষ হয়ে পড়েন। তখন তাঁর বয়স সত্তর। কলকাতার বুদ্ধিজীবীরা গড়ের মাঠে একটি প্রতিবাদ সমাবেশ ডাক দেন। বক্তব্য দেওয়ার জন্য অন্নদাশঙ্কর রায়কে আমন্ত্রণ জানান হয়। সমাবেশে যোগ দেওয়ার জন্য তিনি বাসা থেকে রওয়ান দেন। কিন্তু চারিদিকে লোকের এত প্রচণ্ড ভিড় ছিল যে তিনি সভামঞ্চে পৌঁছতে পারেননি। বাসায় ফিরে তিনি ছড়াটি লিখেছিলেন।১৯৭১ খ্রিস্টাব্দের জুলাই মাসের মধ্যভাগে কলকাতায় একটা খবর প্রচার হল, পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হবে। সারা বিশ্বের ন্যায় প্রতিবেশি রাষ্ট্র ভারতের বুদ্ধিজীবীরাও মর্মাহত।
২০০২ খ্রিস্টাব্দের ২৮ অক্টোবর অন্নদাশংকর রায় মৃত্যুবরণ করেন।
No comments:
Post a Comment