Translate

Friday, 22 August 2014

কাকতালীয় কৌতুক / ড. মোহাম্মদ আমীন





কাকতালীয় কৌতুক

ছাত্র : কাকতালীয় মানে কী স্যার?
শিক্ষক :  কার্যকরণহীন দুটি ঘটনা আকস্মিকভাবে ঘটে যাওয়া। এটি একটি বাগধারা। কাক ও তাল থেকে এটির উৎপত্তি।
ছাত্র :  কাক ও তাল কেন স্যার?
শিক্ষক :  একটি কাক তাল গাছে বসল এবং বসামাত্র টুপ করে একটা তাল মাটিতে পড়ে গেল। কাকটি না-বসলেও তালটি পড়ত, হয়তো তালটি না-পড়লেও কাকটি বসত। কাকের মতো ছোট একটা পাখির তাল গাছে বসার সঙ্গে তাল-পড়ার কোনও যোগসূত্র ছিল না। কিন্তু ঘটনাচক্রে তালের পতন ও কাকের বসা দুটো একসঙ্গে ঘটে গেল। এটাই কাকতালীয়।  এবার তুমি কাকতালীয় ঘটনার একটাএকটা উদাহরণ দাও।
 ছাত্র  : আমার বাবার বিয়ে হল, সঙ্গে সঙ্গে আমার মায়ের বিয়েও! এমন কাকতালীয় আর দেখিনি স্যার, আপনি দেখেছেন?
শিক্ষক : দেখেছি।
ছাত্র : কোথায়?
শিক্ষক : তুমি হওয়ার সঙ্গে সঙ্গে একজন পুরুষ বাবা এবং একজন মহিলা মা হয়ে গেল।


No comments:

Post a Comment