Translate

Sunday, 24 August 2014

উপমহাদেশে প্রায়োগিক নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ / ড. মোহাম্মদ আমীন

উপমহাদেশে প্রায়োগিক নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ
সরকারি কর্মকর্তা ও উপমহাদেশের প্রথম ভারতীয় আইসিএস সত্যেন্দ্রনাথ ঠাকুর উপমহাদেশে প্রায়োগিক নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ। ব্রিটিশের নাগপাশ হতে উপমহাদেশের মুক্তির আন্দোলনেও তার অবদান অবিস্মরণীয়। নারী স্বাধীনতার প্রবল ইচ্ছায় তাড়িত হয়ে তিনি স্বীয় পত্মী জ্ঞানদানন্দিনী দেবীকে বিলেতে নিয়ে পাশ্চাত্য মহিলাদের আদর্শে গড়ে তুলেন। স্বামীর সহযোগিতায় জ্ঞানদানন্দিনী কঠোর পর্দপ্রথা ভেঙ্গে বেরিয়ে আসতে সক্ষম হন। এটি ছিল নারীমুক্তি আন্দোলনের একটি প্রায়োগিক মাইল ফলক। উল্লেখ্য জ্ঞানদানন্দিনী দেবী প্রথম ভারতীয় মহিলা যিনি বড়লাটের আমন্ত্রণে বড়লাট হাউসে যান।

No comments:

Post a Comment