Translate

Sunday 24 August 2014

এন্ট্রাস পাশ কেরাণি কিন্তু কলকাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার পরীক্ষক / ড. মোহাম্মদ আমীন

প্রশ্ন: এন্ট্রাস (এসএসসি) পাশ একজন কেরাণি বিএ পরীক্ষা, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার পরীক্ষক নিযুক্ত হয়েছিলেন, তার নাম কী?

উত্তর: চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিসের কেরাণি আবদুল করিম সাহিত্য বিশারদ (১৮৭১-১৯৫৩)।
স্যার আশুতোষ মুখোপাধ্যায় (১৮৬৪-১৯২৪) এন্ট্রাস পাশ এ কেরানিকে বিএ পরীক্ষার পরীক্ষক নিযুক্ত করেছিলেন। ১৯৪৭ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক ছিলেন। ১৯৫১ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে বাংলা অনার্স পরীক্ষার একটি পত্রের পরীক্ষক নিযুক্ত করেছিলেন। ১৯০৩ খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ তাকে সম্মানিত ফেলো এবং ১৯১২ খ্রিস্টাব্দে আজীবন সহায়ক সদস্য পদ প্রদান করে। ১৯১৭ খ্রিস্টাব্দে তিনি সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির শাখা পরিষদ থেকে সদস্য মনোনীত হন। ১৯২৫ খ্রিস্টাব্দে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ, চট্টগ্রাম শাখার সহ-সভাপতি নির্বাচিত হন। ১৯০৯ খ্রিস্টাব্দে চট্টল ধর্মম-লী তাকে ‘সাহিত্যবিশারদ’ উপাধিতে ভূষিত করেন। ১৯১০ খ্রিস্টাব্দে নদীয়া সাহিত্যসভা তাঁকে সাহিত্যসাগর উপাধিতে ভূষিত করেন। তবে তিনি নিজে সাহিত্য বিশারদ উপাধিটি পছন্দ করতেন এবং নিজ নামের সাথে ব্যবহার করতেন।

No comments:

Post a Comment