Translate

Thursday, 28 August 2014

নখদর্পণ / ড. মোহাম্মদ আমীন

নখদর্পণ

এর আভিধানিক অর্থ : অলৌকিক শক্তিবলে কোনো ব্যক্তি বা বস্তুকে নিজের নখে প্রতিবিম্বিত করে দেখানো; ২. (আল.) নিখুঁত ও সুস্পষ্ট জ্ঞান। নখদর্পণ = নখ দর্পণ যার। নখ এর আর একটি অর্থ ঈন্দ্রিয় নেই যার। তবে নখদর্পণ শব্দের সাধারণ অর্থ হচ্ছে নখই দর্পণ যাতে, দর্পণতুল্য প্রতিভিম্বিত অভিষ্ট বিষয়ের দর্শন করে যা, কোনও বিষয়ের ঘটনাবলীর পুঙ্খানুপুঙ্খরূপে প্রদর্শনের ব্যবস্থা আছে যাতে - তাকেও নখদর্পণ বলা যায়। নখদর্পণ যখন বাগধারা তখন এর অর্থ সবিশেষ অবগত বিষয়। হাত মানব শরীরের একটি শ্রেষ্ঠ অঙ্গ। হাতের ব্যবহার মানে আঙুলের ব্যবহার। আর আঙুলের ব্যবহার করতে গেলে নখ সবার আগে যায়। নখের প্রাণ নেই বলে এর ব্যবহারে শরীরের অন্য অংশের চেয়ে ভয় কম। ক্ষতি হওয়ার সম্ভাবনাও কম। অচেনা-অজানা বস্তুকে মানুষ  সবার আগে নখ দিয়ে ছুঁয়ে, আছড়ে দেখে।

তার মানে হাতওয়ালা প্রাণী দৈহিকভাবে কারও সঙ্গে কোনও আচরণ করতে গেলে সবার আগে নখ ব্যবহার করে। নখ দিয়ে দেখলে কোন অচেনা-অজানা বিষয়ের সে সব বিষয়ও জ্ঞাত হওয়া যায় যা সাধারণত চোখ দিয়ে দেখে বলা বা অনুধাবন করা সম্ভব নয়। একটা জিনিস নরম না কি শক্ত তা তো আর চোখ দিয়ে বুঝা যায় না। তা জানার জন্য নখ দিয়ে দেখতে হয়। তার মানে নখেরও চোখ আছে। দর্পণে যেমন কোনও বস্তুর প্রতিবিম্ভ দেখা যায়, তেমনি দেখা যায় নখ দিয়েও। অর্থাৎ আমাদের অস্তিত্বের বাইরের বস্তুসমূহের বিষয়ে প্রায়োগিক জ্ঞান সবার আগে লাভ করে নখ। নখ আর দর্পণ শব্দদ্বয়ের সম্মিলনে নখদর্পণ। দর্পণ মানে দেখা। একজন মানুষের নখ তার কাছে সবচেয়ে ভালোভাবে এবং সহজে দেখার বিষয়।  শরীরে মধ্যে সবচেয়ে বেশি জানা থাকে নখ সম্পর্কে। তাই নখদর্পণ মানে ভালোভাবে দেখা হয়েছে বা জানা আছে এমন কোনও বিষয়। তবে এটি নখদর্পণ শব্দের ব্যাকরণগত অর্থ। এর আভিধানিক অর্থ হচ্ছে : এমন বিষয় যা কারও সম্পূর্ণ জ্ঞান বা আয়ত্তে আছে। যেমন : বাংলা বানান রীতি তার নখদর্পণে।

সহায়ক গ্রন্থ : বঙ্গীয় শব্দার্থকোষ, কলিম খান ও রবি চক্রবর্তী।

No comments:

Post a Comment