সরকারি কর্মকর্তা ও বাংলা সাহিত্য: কয়েকটি তথ্য-
১. ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিম চটোপাাধ্যায় ছিলেন বাংলা উপন্যাসের জনক।
২. আর এক ডেপুটি ম্যাজিস্ট্রেট রঙ্গলাল বন্দোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যে উষ্ণতা সরবরাহকারী স্নেহবিমুগ্ধ জননী। যার কোলে লালিত হয়েছে অনবদ্য সুর, বিস্মিত ছন্দ।
৩. ‘পদ্মিনী উপাখ্যান’ ডেপুটি ম্যাজিস্ট্রেট রঙ্গলাল বন্দোপাধ্যায়ের কালজয়ী কাব্য। টডের ‘অ্যানালস অব রাজস্থান’ আখ্যান অবলম্বনে রচিত কাব্যটি বাংলা কাহিনী কাব্যের আধুনিক ধারার সূচনা-গ্রন্থ হিসেবে খ্যাত। এ কাব্যের “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে” কবিতায় কবির দেশপ্রেমের যে আার্তি ফুটে উঠেছে তা মুগ্ধকর বিস্ময়ের অলৌকিক স্মারক।
৪. রঙ্গলাল বন্দোপাধ্যায় বাংলা সাহিত্যে দেশাত্ববোধক ও বীররসাত্বক পদ রচনার পথিকৃৎ।
৫. বাংলায় কলকতার প্রথম পূর্ণাঙ্গ ইতিহাস ‘কলকাতা কল্পলতা’ এর লেখক হিসেবেও তিনি খ্যাত।
৬. রঙ্গলাল বন্দোপাধ্যায় ইংরেজি-প্রভাবিত বাংলা সাহিত্যের’ পথিকৃৎ।সূত্র: বাংলা সাহিত্য বিনির্মাণে প্রশাসকের ভূমিকা
Sunday, 24 August 2014
সরকারি কর্মকর্তা ও বাংলা সাহিত্য / ড. মোহাম্মদ আমীন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment