Translate

Sunday, 24 August 2014

ভারতবর্ষের পূর্ণমানব / ড. মোহাম্মদ আমীন

ভারতবর্ষের পূর্ণমানব
রতবর্ষের মণীষা সম্পর্কে গভর্নর জেনারেল লর্ড কার্জন বলেছিলেন: “আমি ভারতবর্ষে দুজন পূর্ণমানব এবং একজন অর্ধমানব দেখেছি। তম্মধ্যে হরিনাথ দে দুজন পূর্ণ মানবের একজন।” এ হরিনাথ দে ছিলেন একজন প্রশাসক। তিনি জয়েন্ট ম্যাজিস্ট্রেট হিসেবে প্রশাসন বিভাগে যোগদান করেছিলেন। তিনি ছিলেন ভারতের প্রথম আইইএস এবং ভারতবের্ষ ভাষাতত্ত্ব শিক্ষা বিজ্ঞানের পথিকৃৎ। প্রশাসক হরিনাথ দে মাত্র ৩৪ বছরের সংক্ষিপ্ত জীবনে ইউরোপের ২০টি ভাষায় এবং ভারতবর্ষের ১৪টি ভাষায় অবিশ্বাস্য পারদর্শিতা অর্জন করে সারা ব্রিটিশ সাম্রাজ্যে আলোড়ন সৃষ্টি করেছিলেন। বিস্তারিত জানার জন্য ক্লিক করুন (সূত্র: বাংলা সাহিত্যে প্রশাসক)

No comments:

Post a Comment