কণ্ঠচোরা সাজ, যুক্তব্যঞ্জন পাঁচ
ত্ত, ত্ত্ব, ত্ব, ত্ম, ত্য যুক্তব্যঞ্জনগুলোর উচ্চারণ প্রায় অভিন্ন। প্রমিত উচ্চারণে কেবল ‘ত্ম’ এর উচ্চারণ কিছুটা সানুনাসিক। সংগতকারণে শব্দের বানানে “ত্ত, ত্ত্ব, ত্ব, ত্ম, ত্য” এর প্রয়োগ নিয়ে জটিলতায় পড়তে হয়। যেমন: ষত্ব, সত্ত্ব, স্বত্ব, সত্য শব্দগুলোর উচ্চারণ প্রায় অভিন্ন হলেও অর্থ ও বানানে ভিন্নতা রয়েছে। এরূপ কিছু শব্দের বানান শব্দার্থসহ নিচে দেয়া হল:
ষত্ত: বানানে মুর্ধন্য-ষ এর ব্যবহার
সত্ত্ব: অস্তিত্ব/ প্রাণসম্পন্নতা
সত্য: প্রকৃত, বাস্তব, কাল্পনিক নয়
স্বত্ত্ব: মালিকানা, স্বামিত্ব
আত্ত: গৃহীত
আত্ম: নিজ
তত্ত্ব: গূঢ় অর্থ
তথ্য: সংবাদ
বৃত্ত: গোলাকার
বৃত্য: বরণীয়
সত্তম: সাধুতম
সত্যম: সত্যের সংস্কৃত রূপ
সাজাত্য: অভিন্ন জাতীয়তা
স্বাজাত্য: স্বজাতীয়তা, স্বাদেশিকতা।
No comments:
Post a Comment