প্রশ্ন: ‘সূর্য দীঘল বাড়ি’ উপন্যাসের লেখক আবু ইসহাক পেশায় কী ছিলেন?
উত্তর: ‘সূর্য দীঘল বাড়ি’ উপন্যাসের লেখক আবু ইসহাক পেশায় পুলিশ ছিলেন। এসআই পদমর্যাদায় তিনি চাকুরিতে প্রবেশ করেন এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপপরিচালক পদে খুলনায় দায়িত্ব পালনকালীন চাকুরি হতে অবসর গ্রহণ করেন। আবু ইসহাক ১৯২৬ খ্রিস্টাব্দের ১ নভেম্বর শরীয়তপুর জেলার নড়িয়া থানার ফতেজঙ্গপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০০৩ খ্রিস্টাব্দের ১৬ ফেব্রুয়ারি মৃত্যুবরন করেন।ফতেজঙ্গপুরঃ এর প্রাচীন নাম শ্রীনগর। মুঘল সেনাপতি মানসিংহ যখন বিক্রমপুর আক্রমণ করেন তখন তার সহযোগী যোদ্ধাগণ এখানকার রাজা কেদার রায় কর্তৃক পরাস্ত হয়ে শ্রীনগরে আশ্রয় নিয়েছিল। মানসিংহ তাদেরকে উদ্ধারের জন্য সেনাবাহিণী প্রেরণ করে। প্রচন্ড যুদ্ধ হয়। কেদার রায় এ যুদ্ধে আহত হয়ে মৃত্যমুখে পতিত হন। জয় চিহ্নস্বরুপ মানসিংহ শ্রীনগরের নাম পরিবর্তন করে ফতেজঙ্গপুর রাখেন। এটি বিখ্যাত জ্যোতির্বিদ মদনমোহন বিদ্যাভূষণের জন্মস্থান। এখানে নাককাটা বাসুদেবের প্রস্থর মূর্তি আছে।
Sunday, 24 August 2014
‘সূর্য দীঘল বাড়ি’ উপন্যাসের লেখক আবু ইসহাক পেশায় কী ছিলেন? / ড. মোহাম্মদ আমীন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment