মার্কিন শব্দের উৎপত্তি
মার্কিন শব্দটি এককভাবে পরিচিত না হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ব্যাপকভাবে পরিচিত। আমেরিকা পৃথিবীর বৃহত্তম শক্তিশালী ও প্রভাবশালী রাষ্ট্র। বিশ্বে এমন লোক খুব কম আছেন যিনি আমেরিকা চেনেন না। সে আমেরিকা আমাদের অনেকের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র নামে পরিচিত। আমেরিকানদের অনেকে মার্কিনি বলেন। আমেরিকান শব্দটি ইংরেজি শব্দ American হতে এসেছে। আমেরিকান শব্দের এ ঝরে গিয়ে হয়েছে মেরিকান, যার অপভ্রংশ হচ্ছে মার্কিন Markin.
Saturday, 30 August 2014
মার্কিন শব্দের উৎপত্তি / ড. মোহাম্মদ আমীন
Subscribe to:
Post Comments (Atom)
আমেরিকান>আমরিকান>মার্কিন
ReplyDelete