বাংলা ভাষায় বাংলা
শব্দ
ড. এনামুল হকের মতে, বাংলা ভাষার ২৫% শব্দ তৎসম, ৫% শব্দ অর্ধ-তৎসম, ৬০% শব্দ তদ্ভব, ৮% শব্দ বিদেশি এবং মাত্র ২% শব্দ দেশি।
তৎসম: 'তৎ' অর্থ 'তার' এবং 'সম' অর্থ 'সমান', অর্থাৎ তার(সংস্কৃতের) সমান। যেসব সংস্কৃত শব্দ কোনরূপ পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় ব্যবহৃত হয় তাদেরে 'তৎসম শব্দ' বলা হয়। যেমন: মানব, শরীর, পৃথিবী, চন্দ্র, সূর্য।
অর্ধ-তৎসম: যেসব সংস্কৃত শব্দ উচ্চারণ বিকৃতির ফলে কিছুটা পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে তাদেরে 'অর্থ-তৎসম শব্দ' বলা হয়। যেমনঃ রাজপুত্তুর, নেমন্তন্ন।
তদ্ভব: 'তদ্' অর্থ 'তা' (সংস্কৃত), 'ভব' অর্থ 'জাত' অর্থাৎ যে সব সংস্কৃত শব্দ বিবর্তনের পথে প্রাকৃত অপভ্রংশ ইত্যাদি স্তরের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা রূপ ধারণ করেছে তাদেরে তদ্ভব শব্দ বলা হয়। যেমনঃ হস্ত>হত্থ>হাত, ভদ্র>ভল্ল>ভাল, কৃষ্ণ>কাহ্ন>কানু।
বিদেশি শব্দঃ আরবি(জাহান্নাম, জান্নাত, জিন, নবি), ফারসি(বনেদি, হাজার, সুদ, বাহাদুর), ইংরেজি(নোট, স্যার, চেয়ার, টেবিল, অফিস), পর্তুগিজ(জানালা, বোতল, বালতি, গামলা, সাবান), তুর্কি: (বাবা, বন্দুক, লাশ, বেগম, বিবি, কাবু, খানম), চীনা(চা, চিনি,এলাচি), বর্মি(লুঙ্গি, ঘুঘনি), হিন্দি(ঠান্ডা, পানি, বাচ্চা, খানাপিনা), মালয়ি(গুদাম, সাগু), গুজরাটি(হরতাল, খদ্দর) ইত্যাদি।
দেশীঃ উদাহরণ নিজেরা খুঁজতে থাকুন।
ড. এনামুল হকের মতে, বাংলা ভাষার ২৫% শব্দ তৎসম, ৫% শব্দ অর্ধ-তৎসম, ৬০% শব্দ তদ্ভব, ৮% শব্দ বিদেশি এবং মাত্র ২% শব্দ দেশি।
তৎসম: 'তৎ' অর্থ 'তার' এবং 'সম' অর্থ 'সমান', অর্থাৎ তার(সংস্কৃতের) সমান। যেসব সংস্কৃত শব্দ কোনরূপ পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় ব্যবহৃত হয় তাদেরে 'তৎসম শব্দ' বলা হয়। যেমন: মানব, শরীর, পৃথিবী, চন্দ্র, সূর্য।
অর্ধ-তৎসম: যেসব সংস্কৃত শব্দ উচ্চারণ বিকৃতির ফলে কিছুটা পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে তাদেরে 'অর্থ-তৎসম শব্দ' বলা হয়। যেমনঃ রাজপুত্তুর, নেমন্তন্ন।
তদ্ভব: 'তদ্' অর্থ 'তা' (সংস্কৃত), 'ভব' অর্থ 'জাত' অর্থাৎ যে সব সংস্কৃত শব্দ বিবর্তনের পথে প্রাকৃত অপভ্রংশ ইত্যাদি স্তরের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা রূপ ধারণ করেছে তাদেরে তদ্ভব শব্দ বলা হয়। যেমনঃ হস্ত>হত্থ>হাত, ভদ্র>ভল্ল>ভাল, কৃষ্ণ>কাহ্ন>কানু।
বিদেশি শব্দঃ আরবি(জাহান্নাম, জান্নাত, জিন, নবি), ফারসি(বনেদি, হাজার, সুদ, বাহাদুর), ইংরেজি(নোট, স্যার, চেয়ার, টেবিল, অফিস), পর্তুগিজ(জানালা, বোতল, বালতি, গামলা, সাবান), তুর্কি: (বাবা, বন্দুক, লাশ, বেগম, বিবি, কাবু, খানম), চীনা(চা, চিনি,এলাচি), বর্মি(লুঙ্গি, ঘুঘনি), হিন্দি(ঠান্ডা, পানি, বাচ্চা, খানাপিনা), মালয়ি(গুদাম, সাগু), গুজরাটি(হরতাল, খদ্দর) ইত্যাদি।
দেশীঃ উদাহরণ নিজেরা খুঁজতে থাকুন।
No comments:
Post a Comment