Translate

Friday, 15 January 2016

চন্দনাইশ উপজেলার দর্শনীয় স্থান / ড. মোহাম্মদ আমীন

চন্দনাইশ উপজেলা  দর্শনীয় স্থান

যাওয়ার কৌশল
অবস্থান
চট্টগ্রাম শহর থেকে বাসযোগে কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদ নেমে সিএনজি বা রিকশাযোগে।
কাঞ্চনাবাদ ইউনিয়ন,চন্দনাইশ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন। চট্টগ্রাম শহর থেকে বাসযোগে যাওয়া যায়।
কাঞ্চননগর
চন্দনাইশ উপজেলা সদর হতে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে। চন্দনাইশ হতে বাস অথবা সিএনজি যোগে যাওয়া যায়।
দোহাজারী, চন্দনাইশ, চট্টগ্রাম
চন্দনাইশ উপজেলা সদর হতে প্রায় ০৩ কিলোমিটার দূরে। চন্দনাইশ হতে রিকসা অথবা সিএনজি যোগে যাওয়া যায়।
জোয়ারা, চন্দনাইশ, চট্টগ্রাম।
চন্দনাইশ উপজেলা সদর হতে হতে প্রায় ০৭ কিলোমিটার দূরে অবস্থিত। চন্দনাইশ হতে সিএনজি যোগে যাওয়া যায়।
কাঞ্চননগর,চন্দনাইশ, চট্টগ্রাম।
চট্টগ্রাম শহর থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে বাসযোগে যাওয়া যায়। চন্দনাইশ বাগিচাহাট খাঁন শাহী জামে মসজিদের ভিতরে কদম রাসূল (দ:) অবস্থিত। চন্দনাইশ উপজেলা সদর হতে প্রায় ০৬ কিলোমিটার দক্ষিণে। চন্দনাইশ হতে বাস অথবা সিএনজি যোগে যাওয়া যায়।
এটি হাশিমপুর ইউনিয়নে অবস্থিত। 
  1. অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে চাগাচর খান মসজিদ, দোহাজারী, শাহ মাহছুম ফকির (রহ:) এর মাজার শরীফের পুকুরের গদালী, বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ, বিজিসি বিদ্যানগর এরিয়া ও বিজিসি লেক, খান দীঘি, খান জামে মসজিদ, বাগিচাহাট, জামিজুরী বধ্যভুমি, হাজারীদিঘী, সাতবাড়ীয়া শান্তি বিহার, ঠাকুর দিঘী বরমা, ফকির পাড়ার ফকির পুকুরের গজাল মাছ প্রভৃতি উল্লেখযোগ্য।

No comments:

Post a Comment