চন্দনাইশ উপজেলার দর্শনীয় স্থান
যাওয়ার কৌশল
|
অবস্থান
|
|
চট্টগ্রাম শহর
থেকে বাসযোগে কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদ
নেমে সিএনজি বা রিকশাযোগে।
|
কাঞ্চনাবাদ ইউনিয়ন,চন্দনাইশ
|
|
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন। চট্টগ্রাম
শহর থেকে বাসযোগে যাওয়া যায়।
|
কাঞ্চননগর
|
|
চন্দনাইশ উপজেলা
সদর হতে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে। চন্দনাইশ হতে বাস অথবা সিএনজি যোগে যাওয়া
যায়।
|
দোহাজারী, চন্দনাইশ, চট্টগ্রাম
|
|
চন্দনাইশ উপজেলা সদর হতে
প্রায় ০৩ কিলোমিটার দূরে। চন্দনাইশ হতে রিকসা অথবা সিএনজি যোগে
যাওয়া যায়।
|
জোয়ারা, চন্দনাইশ, চট্টগ্রাম।
|
|
চন্দনাইশ উপজেলা সদর হতে হতে প্রায় ০৭ কিলোমিটার দূরে অবস্থিত। চন্দনাইশ হতে সিএনজি যোগে যাওয়া যায়।
|
কাঞ্চননগর,চন্দনাইশ, চট্টগ্রাম।
|
|
চট্টগ্রাম শহর থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক
হয়ে বাসযোগে যাওয়া যায়। চন্দনাইশ বাগিচাহাট খাঁন শাহী জামে
মসজিদের ভিতরে কদম রাসূল (দ:) অবস্থিত। চন্দনাইশ উপজেলা
সদর হতে প্রায় ০৬ কিলোমিটার দক্ষিণে। চন্দনাইশ হতে বাস অথবা সিএনজি যোগে যাওয়া
যায়।
|
এটি হাশিমপুর ইউনিয়নে অবস্থিত।
|
- অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে চাগাচর খান মসজিদ, দোহাজারী, শাহ মাহছুম ফকির (রহ:) এর মাজার শরীফের পুকুরের গদালী, বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ, বিজিসি বিদ্যানগর এরিয়া ও বিজিসি লেক, খান দীঘি, খান জামে মসজিদ, বাগিচাহাট, জামিজুরী বধ্যভুমি, হাজারীদিঘী, সাতবাড়ীয়া শান্তি বিহার, ঠাকুর দিঘী বরমা, ফকির পাড়ার ফকির পুকুরের গজাল মাছ প্রভৃতি উল্লেখযোগ্য।
No comments:
Post a Comment