Translate

Friday, 22 January 2016

দোহাজারী ইউনিয়নের নামকরণ / ড. মোহাম্মদ আমীন


৯নং দোহাজারী ইউনিয়ন চন্দনাইশ উপজেলার দক্ষিণাংশে অবিস্থত একটি সমৃদ্ধ ইউনিয়ন। দোহাজারী নামের পেছনে একটা ইতিহাস রয়েছে। ১৬৬৬ খ্রিস্টাব্দে মোঘল বাহিনী চট্টগ্রাম দখল করে নেয়। চট্টগ্রাম শহর পার হয়ে মোঘল বাহিনী আরাকানের দিকে অগ্রসর হতে থাকে। মোর্তজা খাঁর নেতৃত্বে মোঘল বাহিনী কর্ণফুলি নদী পার হয়ে শঙ্খ নদীর তীরে বর্তমান দোহাজারী নামক স্থানে অবস্থান গ্রহণ করে। আধু খাঁ ও লক্ষণ সিংহ নামক দুজন ভূস্বামীকে হাজারি মনসবদার নিযুক্ত করে সীমান্ত রক্ষার দায়িত্ব প্রদান করা হয়। এ স্থানে দুজন ভূ-স্বামীকে হাজারি মনসবদারের দায়িত্ব প্রদান করা হয়েছিল বলে এলাকাটির নাম হয় দোহাজারী। আধু খাঁর নাম অনুসারে আধুনগর গ্রাম নামকরণ করা হয়।
দোহাজারী ইউনিয়নের উত্তরে হাশিমপুর ইউনিয়ন, দক্ষিণে শঙ্খ নদী, পশ্চিমে বৈলতলী ও পূর্বে ধোপাছড়ি ইউনিয়ন অবস্থিত। চাগাচর, দোহাজারী, জামিরজুরি, রায়জোয়ারা, দিয়াকুল গ্রাম নিয়ে দোহাজারী ইউনিয়ন গঠিত। এখানে একটি রেলওয়ে স্টেশন রয়েছে। যাকে আখেরি স্টেশনও বলা হয়। কারণ এরপর আর রেললাইন নেই

No comments:

Post a Comment