অনেক মানুষ কম কাজ করেও বেশি পরিচিতি পায় আবার অনেকে প্রচুর কাজ করেও পরিচিতি পায় না। আমি এখানে তেমন একজন লোকের কথা লিখছি। যার সঙ্গে কথা বললে মনে হবে, আপনি একজন শিশুর সঙ্গে কথা বলছেন। অথচ আমার দেখা কয়েকজন মেধাবী ব্যক্তির মধ্যে তিনি অন্যতম। যে কোনো বিষয়ের উপর তিনি, বলা যায় কোনো সময়ক্ষেপণ ছাড়া বিশাল গবেষণাধর্মী প্রবন্ধ লিখে দেওয়ার মতো অলৌকিক ক্ষমতা রাখেন। যদিও আমি অলৌকিকতায় বিশ্বাস করি না। তার নাম ড.
মোহাম্মদ আমীন। পরিসংখ্যানের ছাত্র কিন্তু পিএইচডি করেছেন ওয়ার ক্রাইমে। এমএস করেছেন সমাজ ও পরিবারা বিজ্ঞানে, বিশেষ ডিগ্রি নিয়েছেন বাংলায়। পরিসংখ্যানের ছাত্র হলেও বাংলা বানান বিষয়ে তার মতো দক্ষ বাংলাভাষীর সংখ্যা হাতেগুণে বলে দেওয়া যায়। আমি বাংলার অধ্যাপক হলেও, তার কাছে অনেক শব্দের বানান ফোন করে জেনে নিই।
আঞ্চলিক ইতিহাসে তিনি যেমন নিগুঢ় তেমনি বিচক্ষণ। নামকরণের মাধ্যমে কীভাবে প্রকৃত ইতিহাসকে টেনে তুলে আনা যায় আবার কীভাবে ইতিহাসের মাধ্যমে নামকরণ বৃত্তান্তকে স্পষ্ঠীকরণ করা যায়- তা, তাঁর ইতিহাসবিষয়ক বইগুলো না-পড়লে বোঝা যাবে না। বিশেষ করে তার লেখা, ‘বাংলাদেশের জেলা উপজেলা ও নদনদীর নামকরণের ইতিহাস, তিলোত্তমা হাতিয়া : ইতিহাস ও ঐতিহ্য, চকরিয়ার ইতিহাস ও অভয়নগরের ইতিহাস প্রভৃতি বাংলা সাহিত্যের আঞ্চলিক ইতিহাসে অমর হয়ে থাকবে। তার চকরিয়ার ইতিহাস পড়ে বিশ্বের বিখ্যাত ইতিহাসবেত্তা ড. আবদুল করিম আপ্লুত হয়ে বলেছিলেন : ছেলেটিকে ডেকে নিয়ে আসেন, আমি তার কাছ থেকে ইতিহাস লেখা শিখব।’ চকরিয়ার ইতিহাস গ্রন্থের প্রকাশক আলহাজ্ব আনোয়ার হোসেনের কাছে আমি এ গল্পটি শোনার সুযোগ পেয়েছি। তিনি ‘চকরিয়ার ইতিহাস’ নিয়ে ড. আবদুল করিমের কাছে গেলে’ ড করিম এমন উচ্ছ্বসিত বক্তব্য দিয়েছিলেন।
ড. মোহাম্মদ আমীন একজন ইতিহাসবেত্তা, গবেষক, জীবনীকার, ঔপন্যাসিক, রম্যরচয়িতা, গাল্পিক, বাংলা ভাষা বিশারদ। তবে তিনি অত্যন্ত প্রচারবিমুখ। শুধু বাংলাদেশ নয়, তার নিজ জেলা চন্দনাইশেরও অনেক লোক জানেন না, ড. মোহাম্মদ আমীন নামের একজন আন্তর্জাতিক মানের লেখক তাদের উপজেলায় রয়েছে।
১. জর্জ ওয়াশিংটন হতে বারাক ওবামা;
২. পৃথিবীর বিভিন্ন দেশের জাতির পিতা;
৩. ঠাকুরগাঁওয়ের মুক্তিযুদ্ধ ;
৪. হাসতে হাসতে বাংলা শেখা ;
৫. বাংলা সাহিত্য ও ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস ;
৬. বাংলা বানান ও শব্দ চয়ন,
৭. সহজ বাংলা উচ্চারণ;
৮. বাংলা সাহিত্যের অ আ ক খ;
৯. রাষ্ট্রভাষা আন্দোলনের কথা;
১০. আহমদ ছফার চোখে বাংলাদেশের বুদ্ধিজীবী;
১১. নন্দিত কান্না নিন্দিত হাসি ;
১২. দুই রাজকুমারী ;
১৩. রমণীয় পাঁচালী;
১৪. খরগোশ ও কচ্ছপ;
১৫. বদল বাড়ির ভূত;
১৬. মানুষই সেরা;
১৭. ছোটদের আন্তর্জাতিক দিবস ;
১৮. অভয়নগরের ইতিহাস ;
১৯. তিলোত্তমা হাতিয়া: ইতিহাস ও ঐতিহ্য;
২০. চকরিয়ার ইতিহাস;
২১. ম্যাজিস্ট্রেসি ও আদেশনামা;
২২. বন মামলা দায়ের ও পরিচালনার কৌশল;
২৩. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আইন;
২৪. জল দুনিয়ার মানুষ;
২৫. বাংলা বানানে ভুল : কারণ ও প্রতিকার
২৬. সময়ের পরশ পাথর;
২৭. মোহনীয় নরক;
২৮. জেলা, উপজেলা ও নদ-নদীর নামকরণের ইতিহাস;
২৯. বাংলা সাহিত্যে প্রশাসকদের ভূমিকা;
৩০. রঙ্গরসে বাংলা বানান
৩১. বিড়ম্বনা
৩২. সায়েন্স ফিকশন কিউপ্রিট
৩৩. অফিস আদালতে বাংলা লেখার নিয়ম
৩৪. নিমক হারাম
৩৫. বাংলা বানান কোথায় কী লিখবেন
৩৬. মানুষ ও বিড়াল
৩৭. বাংলা শব্দের পৌরাণিক উৎস
৩৮. বাংলা সাহিত্যে পুলিশের ভূমিকা
৩৯. ভূতঅঙ্কের জিরো থিয়োরি
৪০. দাপ্তরিক প্রমিত বাংলা বানা্ন নির্দেশিকা
৪১. ক্যাপ্টেন হিরাম কক্স
৪২. মানুষ ও বিড়াল
৪৩. এ সমাজ
৪৪. Marriage, Love and woman.
৪৫. Role of Extra Judiciary organs to ensure effective Judiciary system.
৪৬. স্বপ্ন জড়ানো পাহাড়
৪৭. বাংলা সাহিত্যে প্রশাসক ইত্যাদি
৪৮. নন্দলালের তীর্থযাত্রা
৪৯. সাহিত্যে নোবেল পুরস্কার ১৯০-২০১২
৫০. বেত ভূতের ইন্তেকাল
৫১. বৈচিত্র্যময় তথ্যে সচিত্র নোবেল প্রাইজ
৫১. আন্তর্জাতিক দিবস (সচিত্র ও রঙিন)
৫২. রাজকীয় জীবন ও শারমেয় মরণ
৫৩. উল্টোদেশে নন্দ ঘোষ
৫৪. জামিন তত্ব ও রায়
৫৫. শুদ্ধ বানান চর্চা
৫৬. গদাই বাবুর তীর্থযাত্রা
৫৭. প্রশাসনের ভাইরাস
৫৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৫৯. বঙ্গবন্ধুর বাণী
৬০. মামাল ও আইনি হয়রানি হতে নিষ্কৃতির উপায়
৬১. অলৌকিক মহিমা
৬২. মূল্যবোধ
No comments:
Post a Comment