ধোপাছড়ি চন্দনাইশ উপজেলার একটি পর্বত-প্রধান ইউনিয়ন। চারিদিকে সবুজ আর সবুজ এবং অসংখ্য ছোটবড় পাহাড় ইউনিয়নটিকে গড়ে তুলেছে সুন্দরের নিলয় কারুকার্যে। ধোপা ও ছড়ি শব্দের সমন্বয়ে ধোপাছড়ি শব্দ গঠিত। পাহাড়ি এলাকায় পাহাড় থেকে নেমে আসা পানির স্রোতকে ছড়ি বলা হয়। ধোপা শব্দের অর্থ পরিষ্কার। এখানে যে ছড়িটি ছিল সে ছড়ির জল ছিল স্বচ্ছ এবং পরিষ্কার। তাই এর নাম হয় ধোপাছড়ি। ধোপাছড়ির পাশে গড়ে ওঠা জনবসতি ধোপাছড়ি নামে পরিচিতি পায়। এভাবে পুরো এলাকাটি ধোপাছড়ি নামধরণ করে। পরবর্তীকালে ইউনিয়ন প্রতিষ্ঠা হলে ইউনিয়নের নাম হয় ধোপাছড়ি।
Friday, 22 January 2016
ধোপাছড়ি ইউনিয়নের নামকরণ / ড. মোহাম্মদ আমীন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment