Translate

Friday, 22 January 2016

হারালা ইউনিয়নের নামকরণ / ড. মোহাম্মদ আমীন

হারালা ইউনিয়নের নামকরণ

হারালা চন্দনাইশ উপজেলার একটি বিখ্যাত ইউনিয়ন।  ‘হারালা’ শব্দের অর্থ হারিয়ে দিলে, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় যাকে বলা যায় ‘হারাইলা বা আরাইলা’ বা হারাইয়া দিলা। এলাকার লোকজন সাহিত্য-সংস্কৃতি,কবিগান, তর্ক, বলীখেলা, লাঠিখেলা, চাষাবাদ প্রভৃতিতে বেশ সুনামের অধিকারী ছিল। সহজে কেউ তাদের কোনো বিষয়ে হারাতে পারত না। এ গ্রামের নিবাসীরা আশেপাশের অনেক গ্রামের লোকদের নানা প্রতিযোগিতায় হারিয়ে দিয়েছিল। একবার বিশাল এক কবিগান হলো। অনেক দূর-দূরান্ত হতে নামীদামি কবিয়াল আনা হয়। হাজার হাজার লোক কবিগানে জমায়েত হয়। কিন্তু শেষপর্যন্ত বর্তমানে হারালা নামে পরিচিত এলাকার কবিদল জিতে যায়। এ অবস্থায় বিপক্ষ দল বলে ওঠল, তোমরা আমাদের হারালা। এরপর থেকে এলাকার নাম হয়ে যায় হারালা।

No comments:

Post a Comment