Translate

Saturday, 23 January 2016

মেহেন্দীগঞ্জ উপজেলার নামকরণ / ড. মোহাম্মদ আমীন

মেহেন্দীগঞ্জ উপজেলা 
আজিমপুর, আড়িয়াল খাঁ, চিলমারি, মাসকাটা, সুলতানা, খালিয়ার, গনেশপুরা, তেঁতুলিয়া, লোয়ারা মেঘনা ও ধর্মগঞ্জ নদী বিধৌত মেহেন্দিগঞ্জ উপজেলার আয়তন ৪৩৫.৮০ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ২,৯৬,৪৪০। ১৮৬০ খ্রিস্টাব্দে এখানে থানা সদর স্থাপিত হয়। আগা বাকেরের আমলে ‘মেহেন্দী খান’ নামক এক আমাত্য নদীর তীরে একটি বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেন। মেহেন্দি খানের নামানুসারে বাণিজ্য কেন্দ্রটির নাম হয় মেহেন্দিগঞ্জ। আবার অনেকে মনে করেন আগা বাকেরের পুত্র  মেহেদী খান এর নামানুসারে এলাকাটির নাম হয় মেহেন্দিগঞ্জ।

No comments:

Post a Comment