Translate

Saturday 23 January 2016

গৌরনদী উপজেলা ও নামকরণ / ড. মোহাম্মদ আমীন


নুন্দা, আগরপুর ও তরকি নদী বিধৌত গৌরনদী উপজেলার আয়তন ১৪৪.১৮ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ১,৭৯,২৬০। ১৮০৬ খ্রিস্টাব্দে এখানে থানা সদর প্রতিষ্ঠিত হয়। এক সময় এ এলাকাটির পাশ দিয়ে মেঘনা, আড়িয়াল খাঁ ও গড়াই নদীর মিলিত প্রবাহ হতে সৃষ্ট একটি ছোট নদী প্রবাহিত হতো। ঐ নদীটির পানি ছিল গৌরবর্ণের। তাই লোকে স্রোতস্বিনীটিকে গৌরনদী বলতো। নদীটি এখন বিলুপ্ত। গৌরবর্ণের জলবাহিত এ নদীর পানির স্রোতধারায় আলোচ্য এলাকার জনপদ বিধৌত হতো। তাই এলাকার নাম নদীর নামানুসারে হয় গৌরনদী। 

No comments:

Post a Comment