Translate

Friday, 22 January 2016

হাসিমপুর ইউনিয়নের নামকরণ / ড. মোহাম্মদ আমীন




হাসিমপুর চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার একটি বনেদী এলাকা। আর্থ-সামাজিক দিক থেকেঅবস্থানগত  কারণে প্রাচীনকাল হতে এলাকাটি ছিল বাণিজ্য-প্রধান। বর্তমান হাসিমপুর নামে পরিচিত এলাকাটির প্রাচীন নাম ছিল হাসিলপুর। হাসিল এবং পুর শব্দের মিলনে হাসিলপুর। হাসিল শব্দের অর্থ আদায়। আবার উৎপন্ন দ্রব্য অর্থ প্রকাশেও হাসিলশব্দটির প্রয়োগ আছে। পুরশব্দের অর্থ গ্রাম, জনপদ, নগর, স্থান প্রভৃতি। এটি ছিল একটি বাণিজ্যকেন্দ্র। চন্দনকাষ্ঠসহ মূল্যবান বনজসম্পদগবাদিপশু ও নানাজাতীয় ফসলের বিশাল এক বাজার ছিল এখানে। বাজারে ক্রয়বিক্রয়ের হাসিল আদায় এবং সড়কপথে মালামাল পরিবহনের হাসিল গ্রহণের জন্য এখানে একটি হাসিলঘর ছিল। তাই এলাকাটির নাম হয় হাসিলপুর। যা ক্রমান্বয়ে পরিবর্তন হয়ে হাসিমপুর/হাসিমপুর নামধারণ  করে। আবার অনেকে মনে করেন হাসিল শব্দের অর্থ উৎপাদন। এখানে প্রচুর কৃষিজ ও বনজদ্রব্য উৎপন্ন হতো। তাই এলাকাটির নাম হয় হাসিলপুর এবং হাসিলপুর ক্রম পরিবর্তনের মাধ্যমে  হাসিমপুর নামে স্থিতি পায়।হাশিমপুর ইউনিয়নের মোট জনসংখ্যা- ২৩,০৪৬। পেয়ারা বাগান এ ইউনিয়নের অন্যতম বৈশিষ্ট্য। এখানে হাতি গোলা ও সাতছড়িকুলে মোট ১৩০টি পেয়ারা বাগান রয়েছেউত্তর সৈয়দাবাদে পেয়ারা বাগানের  সংখ্যা ৭২টি।  কদম রাসূল (দঃ), হাশিমপুর পেয়ারা বাগানআলী ফকির শাহ্ (রহঃ) এর মাজার প্রভৃতি এ ইউনিয়নের উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। উত্তর হাশিমপুর, মধ্যম হাশিমপুর, দক্ষিণ হাশিমপুর নামের তিনটি গ্রাম নিয়ে ইউনিয়নটি গঠিত ইউনিয়নের আয়তন ৬৮৩৫ একর (২৭,.৬৬ বর্গ কিলোমিটার)।


সূত্র: জেলা উপজেলা ও নদনদীর নামকরণের ইতিহাস. ড, মোহাম্মদ আমীন।

No comments:

Post a Comment