Translate

Saturday 23 January 2016

বাকেরগঞ্জ উপজেলার নামকরণ / ড. মোহাম্মদ আমীন




তেঁতুলিয়া, খারাবাদ, চরামুদ্দি, পাণ্ডব ও পাণ্ডো নদী বিধৌত বাকেরগঞ্জ উপজেলার আয়তন ৪১৭.২ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ৩,৫৪ম২৬০। ১৮৭০ খ্রিস্টাব্দের ২৭ আগষ্ট এখানে থানা সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়। নবাব আলীবর্দি খার আমলে আগা বাকের খান বাকলা-চন্দ্রদ্বীপের বুজর্গ উমেদপুর পরগণার জমিদারি লাভ করে। আগা বাকের ১৭৪০ খ্রিস্টাব্দে সুগন্ধার শাখা নদী খয়রাবাদ নদীর তীরে নিজ নামে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন নাম দেন বাকেরগঞ্জ। বাকেরগঞ্জ বন্দরের গুরুত্বের কারণে বাকলা তার পূর্ব গৌরব ও পরিচিতি হারিয়ে ফেলে এবং পুরো এলাকা বাকেরগঞ্জ নামে প্রসিদ্ধি লাভ করে।

No comments:

Post a Comment